জবি'র বিজ্ঞানে প্রতি আসনে ভর্তিচ্ছু প্রায় ৮৪ জন শিক্ষার্থী

জবি'র বিজ্ঞানে প্রতি আসনে ভর্তিচ্ছু প্রায় ৮৪ জন শিক্ষার্থী
২৬ ডিসেম্বর, ২০২৫ ১০:৩১  

২৬ ডিসেম্বর, শুক্রবার সকাল ১০টা থেকে শুরু হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদের (‘এ’ ইউনিট) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা। ভর্তি পরীক্ষা মোট ১২টি কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে ঢাকার বাইরে তিনটি কেন্দ্র কুমিল্লা বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা নেওয়া হচ্ছে। ঢাকার ভেতরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ মোট ৯টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

নিরাপত্তা নিশ্চিত করতে পরীক্ষার্থীদের তল্লাশি করে নির্ধারিত গেট দিয়ে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করানো হয়। ভর্তি পরীক্ষায় ৮৬০টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৭২ হাজার ৪৭৪ জন ভর্তিচ্ছু। ফলে প্রতি আসনের বিপরীতে লড়ছেন প্রায় ৮৪ জন শিক্ষার্থী।

পরীক্ষার সার্বিক প্রস্তুতি সম্পর্কে বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. পরিমল বালা জানিয়েছে, ভর্তি পরীক্ষায় পরীক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনায় নিয়ে এবার ঢাকার বাইরে খুলনা, রাজশাহী ও কুমিল্লায় পরীক্ষা কেন্দ্র রাখা হয়েছে। 
ডিবিটেক/ইক/এসএম