এআই স্টার্টআপ ‘ম্যানাস’ কিনছে মেটা
কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে বড় আরেকটি চমক দেখাল সোশ্যাল মিডিয়া জায়ান্ট মেটা। সামাজিক যোগাযোগমাধ্যম জায়ান্টটি সিঙ্গাপুরভিত্তিক এআই স্টার্টআপ ম্যানাস অধিগ্রহণ করেছে। খবর টেকক্রাঞ্চ।
চলতি বছরের শুরুতে একটি ভাইরাল ডেমোর মাধ্যমে আলোচনায় আসে ম্যানাস, যেখানে চাকরিপ্রার্থী বাছাই, ভ্রমণ পরিকল্পনা ও শেয়ারবাজার বিশ্লেষণের মতো কাজ করতে সক্ষম এআই এজেন্ট দেখানো হয়। প্রতিষ্ঠানটি দাবি করেছিল, তাদের প্রযুক্তি ওপেনএআই-এর ডিপ রিসার্চকেও ছাড়িয়ে গেছে।
চালুর কয়েক সপ্তাহের মধ্যেই বেঞ্চমার্কের নেতৃত্বে ৭৫ মিলিয়ন ডলারের বিনিয়োগ পায় ম্যানাস, তখন মূল্যায়ন ছিল প্রায় ৫০ কোটি ডলার। পরবর্তীতে মাসিক সাবস্ক্রিপশন চালু করলেও সমালোচনা সত্ত্বেও প্রতিষ্ঠানটি দ্রুত মিলিয়ন ব্যবহারকারী ও বার্ষিক ১০০ মিলিয়ন ডলারের পুনরাবৃত্ত আয় অর্জন করে।
ওয়াল স্ট্রিট জার্নালের তথ্য অনুযায়ী, মেটা প্রায় ২ বিলিয়ন ডলারে এই অধিগ্রহণ সম্পন্ন করেছে। মেটা জানিয়েছে, ম্যানাস স্বাধীনভাবে চলবে, তবে ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপে তাদের এআই এজেন্ট যুক্ত করা হবে। একই সঙ্গে স্টার্টআপটিতে চীনা বিনিয়োগ ও কার্যক্রম বন্ধের ঘোষণাও দিয়েছে মেটা।
ডিবিটেক/বিএমটি







