চালু হলো ভোটের গাড়ি ‘সুপার ক‍্যারাভান’; ২ দিনের মধ্যে প্রচারের কর্মপুঞ্জি প্রণয়নের নির্দেশ

চালু হলো ভোটের গাড়ি ‘সুপার ক‍্যারাভান’;  ২ দিনের মধ্যে প্রচারের কর্মপুঞ্জি  প্রণয়নের নির্দেশ
২২ ডিসেম্বর, ২০২৫ ১৭:১৭  

ত্রয়োদশ সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদের ওপর গণভোটের বিষয়ে সারাদেশে প্রচারের লক্ষ্যে ডিজিটাল পর্দাসহ মাল্টিমিডিয়া কান্টেন্ট নিয়ে যাত্রা শুরু করেছে দশটি ভোটের গাড়ি- সুপার ক্যারাভান।

২২ ডিসেম্বর, সোমবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে যাত্রা শুরু করে সুপার ক‍্যারাভান।

অনুষ্ঠানস্থলে উপস্থিত থেকে ফিতা কেটে ভোটের গাড়ির উদ্বোধন করেন তথ‍্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও বার্তায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেন, বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ সময় অতিক্রম করছে। সামনে আমাদের জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের ওপর গণভোট।

সরকারপ্রধান বলেন, এই লক্ষ্যকে সামনে রেখে যাত্রা শুরু করেছে ১০টি ভোটের গাড়ি—সুপার ক্যারাভান। এসব গাড়ি দেশের ৬৪টি জেলা ও ৩০০টি উপজেলায় ঘুরে বেড়াবে। তারা মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে নির্বাচন ও গণভোট সম্পর্কে তথ্য পৌঁছে দেবে, ভোটাধিকার সম্পর্কে সচেতনতা তৈরি করবে এবং গণতন্ত্রের বার্তা ছড়িয়ে দেবে।

প্রধান উপদেষ্টা বলেন, ‘ভোটাধিকার কারো দয়া নয়—এটি আমাদের সাংবিধানিক অধিকার। এই অধিকার প্রয়োগের মাধ্যমেই আমরা ঠিক করি, আমাদের ভবিষ্যৎ কোনপথে যাবে। একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করা শুধু সরকারের দায়িত্ব নয়; এটি রাষ্ট্রের প্রতিটি নাগরিকের দায়িত্ব।’

নাগরিকদের উদ্দেশে প্রধান উপদেষ্টা বলেন, আপনি দেশের মালিক। আগামী পাঁচ বছর আপনার পক্ষে দেশটা কারা চালাবে সেটা আপনি ঠিক করে দেবেন। আপনার পছন্দের প্রার্থীকে ভোট দিন। সৎ ও সমর্থ প্রার্থী বেছে ভোট দিন। চিন্তা-ভাবনা করে ভোট দিন।

তিনি বলেন, এবারের নির্বাচনে আপনি আরও একটি ভোট (গণভোট) দেবেন। আপনি যদি জুলাই সনদ সমর্থন করেন তবে গণভোটে অবশ্যই ‘হ‍্যাঁ’ ভোট দিন।

ড. ইউনূস আরও বলেন, চলুন, আমরা সবাই মিলে এ গণতান্ত্রিক যাত্রাকে সফল করি। চলুন, ভোট দিই—নিজের জন্য, দেশের জন্য, ভবিষ্যৎ প্রজন্মের জন্য, নতুন পৃথিবীর জন্য।


উদ্বোধনের পর ভার্চুয়াল প্লাটফর্মে ৬৮টি জেলার তথ্য অফিসের প্রধানদের নিয়ে বৈঠক করেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এসময় গণভোট ও ত্রয়োদশ সংসদ নির্বাচন নিয়ে মাঠ পর্যায়ে প্রচার কার্যক্রমের কর্মপুঞ্জি আগামী দুই দিনের মধ্যে জেলা তথ্য অফিসারদের প্রণয়নের নির্দেশনা দেন তিনি। তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, এ কর্মপুঞ্জির সঙ্গে সমন্বয় করে নির্বাচন সংশ্লিষ্ট অন্য মন্ত্রণালয় এবং প্রতিষ্ঠানগুলো তৃণমূল পর্যায়ে প্রচার এবং ভোটার উদ্বুদ্ধকরণ কর্মসূচি বাস্তবায়ন করবে। 

এতে সরকারি অর্থের সাশ্রয়ের পাশাপাশি সমন্বিত উদ্যোগে কার্যকর ও ফলপ্রসূ প্রচার কর্মসূচি বাস্তবায়ন করা সম্ভব হবে বলে মন্তব্য করেন সৈয়দা রিজওয়ানা হাসান। 

সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আদিলুর রহমান, সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকসুদ জাহেদী এবং সংস্কৃতি বিষয়ক সচিব মো. মফিদুল রহমান অনুষ্ঠানে সংযুক্ত থেকে বক্তব্য দেন। তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা অনুষ্ঠান সঞ্চালনা করেন।
 
বক্তব্যে প্রচার কাজে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রশংসা করে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেন, বর্তমানে যে গতিতে মাঠ পর্যায়ে নির্বাচনি প্রচার কাজ চলছে, তা ধরে রেখে আরও বেগবান করতে হবে। গণভোটের ডেমো নিয়ে একটি লিফলেট প্রায় চূড়ান্ত হয়েছে। এটি অনুসরণ করলে প্রচার কার্যক্রম আরও সমৃদ্ধ হবে। 

এ সময় তিনি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় পরিচালিত ‘ভোটের গাড়ি’ কার্যক্রমের সাথে জেলা তথ্য অফিস এবং স্থানীয় প্রশাসনকে সম্পৃক্ত হওয়ার পরামর্শ দেন।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, তথ্য মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের নির্বাচন সংক্রান্ত প্রচারণার সঙ্গে স্থানীয় সরকার বিভাগের দফতরগুলো যুক্ত হতে পারে। সবার সমন্বিতভাবে কাজ করলে নির্বাচনি প্রচারে আরও ভালো ফল পাওয়া যাবে।

সঞ্চালনাকালে তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় গণভোট ও ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে তথ্য মন্ত্রণালয় গৃহীত প্রচার কার্যক্রম তুলে ধরেন। তিনি বলেন, ৬৪ জেলা এবং চারটি উপজেলা তথ্য অফিসের মাধ্যমে গণযোগাযোগ অধিদফতর নিবিড়ভাবে প্রচার কাজ পরিচালনা করছে। নির্বাচনি প্রচারে গণভোটকে প্রাধান্য দেওয়া হচ্ছে। যারা প্রথম ভোট দেবে, তরুণ প্রজন্মের ভোটার, নারী ভোটার এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ভোটারদের জন্য গণভোট ও নির্বাচনে ভোটদানে উৎসাহিত করতে অঞ্চলভিত্তিক জনপ্রিয় সংগীত তৈরি ও প্রচারের ব্যবস্থা করা হচ্ছে।

ভোটালাপ এবং টেনমিনিট ব্রিফ কর্মসূচির আওতায় জনগণকে গণভোট নিয়ে প্র্যাকটিক্যাল ডেমোনস্ট্রেশন দেখানো হবে বলে জানান তিনি।

প্রচার সংক্রান্ত এই অনলাইন বৈঠকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ আলতাফ- উল- আলম, গণযোগাযোগ অধিদফতরের মহাপরিচালক মো. আবদুল জলিল, যুগ্ম সচিব রিয়াসাত আল ওয়াসিফ, গণযোগাযোগ অধিদফতরের পরিচালক কারিগরি মীর মোহাম্মদ আসলাম উদ্দিন, গণযোগাযোগ অধিদফতরের পরিচালক প্রশাসন সৈয়দ এ মু’মেন, গণযোগাযোগ অধিদফতরের পরিচালক প্রচার ডালিয়া ইয়াসমিন, গণযোগাযোগ অধিদফতরের উপ-পরিচালক কাজী শাম্মীনাজ আলম ও গণযোগাযোগ অধিদফতরের উপ-পরিচালক গাজী শরীফা ইয়াসমিন সংযুক্ত ছিলেন।
ডিবিটেক/বিপিও/ইকে