তফসিল ঘোষণার দিন থেকে দেশের ভেতরে পোস্টাল ভোটিং নিবন্ধন

তফসিল ঘোষণার দিন থেকে দেশের ভেতরে পোস্টাল ভোটিং নিবন্ধন
৬ ডিসেম্বর, ২০২৫ ১৪:৩৬  

ফেব্রুয়ারির দ্বিতীয়ার্ধে ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট হবে একই দিনে। প্রবাসীদেরও এবারে প্রথমবারের মতো ভোট দেয়ার সুযোগ করে দেয়া হচ্ছে। সেই লক্ষ্যে ১৮ নভেম্বর থেকে তাদের অনলাইনে নিবন্ধন শুরু হয়। নিবন্ধন সীমার বাড়িয়ে ২৫ ডিসেম্বর করার পাশাপাশি  ১১ ডিসেম্বরের মধ্যে তফসিল ঘোষণার প্রস্তুতি চলছে নির্বাচন কমিশনে। সেই দিন থেকেই পোস্টাল ভোট দিতে দেশের ভেতরেও নিবন্ধন শুরু করতে চায় কমিশন। 

এ বিষেয়ে ৬ ডিসেম্বর, শনিবার ‘আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি–এসডিআই)’ প্রকল্পের ‘টিম লিডার’ সালীম আহমাদ খান জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনি দায়িত্বে নিয়োজিত ভোটার, নিজ ভোটার এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে থাকা ভোটাররা নির্বাচনি তফসিল ঘোষণার তারিখ থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি অ্যাপ’র মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। এ বিষয়ে বিস্তারিত জানতে বাংলাদেশ নির্বাচন কমিশনের ওয়েবসাইট ভিজিট করার পরামর্শ দেন তিনি।

সূত্রমতে, আগামী সপ্তাহে তফসিল ঘোষণা করা হতে পারে। ১০ ডিসেম্বর রাষ্ট্রপতির সঙ্গে নির্বাচন কমিশনের সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে। এরপর তফসিল ঘোষণা করা হতে পারে।এরই মধ্যে দেশের ভেতরে তিন ধরনের ব্যক্তিকে অ্যাপে নিবন্ধনের জন্য ১৫ দিন সময় দেওয়ার কথা জানিয়েছে ইসি।
ডিবিটেক/বিইসি/ইকে

পোস্টাল ভোটের অ্যাপে নিবন্ধনে এগিয়ে সৌদি আরবের প্রবাসীরা