চুয়েট ও ভেনচুরাস লিমিটেডের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

চুয়েট ও ভেনচুরাস লিমিটেডের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
১১ নভেম্বর, ২০২৫ ২০:৩০  

শিক্ষার্থীদের বিশেষ করে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই), ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) এবং পুরকৌশল বিভাগের শিক্ষার্থীদের আন্তর্জাতিক পর্যায়ে কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর পথ উন্মুক্ত করতে ১১ নভেম্বর (মঙ্গলবার) ভেনচুরাস লিমিটেডের সঙ্গে সমঝোতা চুক্তি করেছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)। একই দিনে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে অনুষ্ঠিত হলো “প্রপোজাল রাইটিং ফর হায়ার এডুকেশন এক্সিলারেশন এন্ড ট্রান্সফরমেশন (হিট) প্রজেক্ট-১” শীর্ষক সেমিনার। 

চুয়েট ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়ার উপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট কক্ষে  চুয়েটের পক্ষ থেকে সমঝোতা স্মারক স্বাক্ষর করেন চুয়েটের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির এবং ভেনচুরাস লিমিটেডের পক্ষ থেকে সমঝোতা স্মারক স্বাক্ষর করেন ভেনচুরাস লিমিটেড এর ফাউন্ডার এবং সিইও ইউরিকো ইউয়েদা (Yoriko Ueda)।

চুক্তি অনুযায়ী  চুয়েট শিক্ষার্থীদের জন্য জাপানে চাকরির সুযোগ সৃষ্টি করা, জাপানি ভাষা ও সংস্কৃতি সম্পর্কে প্রশিক্ষণ প্রদান, এবং শিক্ষার্থীদের ক্যারিয়ার উন্নয়নে সহায়ক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করবে ভেনচুরাস লিমিটেড। 

এসময় চুয়েটের পক্ষে উপস্থিত ছিলেন তড়িৎ ও কম্পিউটার প্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ এর বিভাগীয় প্রধান অধ্যাপক ড. প্রণব কুমার ধর ও ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ এর বিভাগীয় প্রধান অধ্যাপক ড. তোফায়েল আহমেদ এবং ভেনচুরাস লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন ভেনচুরাস লিমিটেড এর সিনিয়র এক্সিকিউটিভ (এইচআর) জনাব মোঃ রেদোয়ানুল ইসলাম রাহাত।

চুয়েটে আইকিউএসি’র “প্রপোজাল রাইটিং ফর হিট প্রজেক্ট-১” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

বিকেলে চুয়েটের একাডেমিক কাউন্সিল কক্ষে অনুষ্ঠিত “প্রপোজাল রাইটিং ফর হায়ার এডুকেশন এক্সিলারেশন এন্ড ট্রান্সফরমেশন (হিট) প্রজেক্ট-১ সেমিনারে প্রধান অতিথি ছিলেন ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া । সেমিনারে কী-নোট স্পীকার ছিলেন গবেষণা ও সম্প্রসারণ অধিদপ্তর এর পরিচালক ও যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. সজল চন্দ্র বনিক, যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুর রহমান এবং ডিজেস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ এর সহযোগী অধ্যাপক ড. শাফায়াত বিন আলী। চুয়েট আইকিউএসি'র পরিচালক অধ্যাপক ড. মোঃ আব্দুর রহমান ভূঁইয়া এর সভাপতিত্বে প্রশিক্ষণে স্বাগত বক্তব্য রাখেন আইকিউএসি'র অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মোঃ সানাউল রাব্বী। এতে সঞ্চালনা করেন আইকিউএসি এর সেকশন অফিসার জনাব মোঃ ইমরান হোসেন। 

ডিবিটেক/আইম/ইক