এক ঘণ্টার মধ্যে বিশ্বের যেকোনো স্থানে পণ্য ডেলিভারি করবে স্পেস স্টার্টআপ

মহাকাশভিত্তিক পণ্য পরিবহনের এক নতুন যুগের সূচনা করতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের স্টার্টআপ প্রতিষ্ঠান ইনভারশন স্পেস। ২০২১ সালে প্রতিষ্ঠিত এই কোম্পানি তাদের পুনর্ব্যবহারযোগ্য মহাকাশযান আর্ক তৈরি করছে, যা পৃথিবীর যেকোনো স্থানে এক ঘণ্টার মধ্যে ৫০০ পাউন্ড পর্যন্ত পণ্য পৌঁছে দিতে সক্ষম হবে। খবর গিজমোডো।
আর্ক একটি চার ফুট প্রশস্ত ও আট ফুট উঁচু মহাকাশযান, যা মহাকাশে অবস্থান করে পাঁচ বছর পর্যন্ত মালামাল সংরক্ষণ করতে পারবে। প্রয়োজন হলে এটি স্বয়ংক্রিয়ভাবে বায়ুমণ্ডলে প্রবেশ করে প্যারাশুটের সাহায্যে পৃথিবীতে অবতরণ করবে।
ইনভারশন স্পেস পরিকল্পনা করছে শত শত আর্ক মহাকাশযানকে নিম্ন কক্ষপথে অবস্থান করিয়ে একটি বৈশ্বিক লজিস্টিক নেটওয়ার্ক গড়ে তোলার। প্রতিষ্ঠানটি বিশেষ করে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগকে লক্ষ্য করে বলছে, এই প্রযুক্তি যুদ্ধ বা জরুরি অবস্থায় গুরুত্বপূর্ণ সরঞ্জাম দ্রুত পৌঁছে দিতে সক্ষম হবে।
কোম্পানিটি চলতি বছরের জানুয়ারিতে রে নামের তাদের প্রথম পরীক্ষামূলক মহাকাশযান স্পেসএক্সের রাইডশেয়ার মিশনের মাধ্যমে উৎক্ষেপণ করেছিল। ২৫ সদস্যের ছোট দল নিয়ে ইনভারশন ২০২৮ সালের মধ্যে শত শত কার্গো রিএন্ট্রি যান তৈরি করার লক্ষ্য নিয়েছে।
ডিবিটেক/বিএমটি