বাধা ভেঙ্গে ই-কমার্সে নারীদের ফিরিয়ে আনতে রাজধানীতে গোলটেবিল বৈঠক

১০ মে, ২০২৫  
১১ মে, ২০২৫  
বাধা ভেঙ্গে ই-কমার্সে নারীদের ফিরিয়ে আনতে রাজধানীতে গোলটেবিল বৈঠক

রাজধানীর ধানমন্ডিতে ড্যাফোডিল প্রাজার ৭১ মিলানয়তনে শনিবার অনুষ্ঠিত হলো শিমিনসডিজিটাল গোলটেবিল বৈঠক। বৈঠকে উঠে আসে নারীদের অর্থায়নের প্রবেশগম্যতা, ডিজিটাল শিক্ষা, নীতিগত সংস্কার, আইনি সহায়তা, পরামর্শদাতা ব্যবস্থা ও সহায়ক পরিবেশ তৈরির বিষয়গুলো। একইসঙ্গে গুরুত্ব পেয়েছে ই-কমার্সে নারীদের অগ্রগতির পথে প্রতিবন্ধকতা দূর করার নানা প্রস্তাবানা। এরমধ্যে নারীদের মধ্যে সচেতনতা তৈরি, দক্ষতা বৃদ্ধি, অনুপ্রেরণা প্রদান এবং তাদের জন্য শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়। 

বৈঠকে নারী উদ্যোক্তা, নীতি নির্ধারক, ই-কমার্স বিশেষজ্ঞ এবং স্টার্টআপ ইকোসিস্টেমে সক্রিয় অংশগ্রহণকারীরা নারীদের জন্য ডিজিটাল ব্যবসা ও ই-কমার্সে বিদ্যমান চ্যালেঞ্জগুলো নিয়ে আলোচনা করেন।

`SheMeansDigital - ব্রেকিং ব্যারিয়ার্স: হোয়াটস হোল্ডিং উইমেন ব্যাক ইন ই-কমার্স’ শীর্ষক এই গোলটেবিল আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড্যাফোডিল পরিবারের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মোহাম্মদ নুরুজ্জামান। 

জেন বাংলাদেশ এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চেয়ারম্যান ড. মোঃ সবুর খানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের এসএমই বিভাগের পরিচালক নওশাদ মুস্তাফা। বক্তব্যে নারীবান্ধব অর্থনৈতিক নীতিমালা এবং SME খাতে নারীদের প্রবেশ সহজ করতে বিশেষ আর্থিক পণ্যের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেশন অব উইমেন এন্ট্রাপ্রিনিউযার্স এর সভাপতি ডাঃ রুবিনা হোসেইন, প্রথম আলোর ডিজিটাল ট্রান্সফরমেশন ও যুব কার্যক্রমের প্রধান সমন্বয়ক মুনির হাসান ইস্টার্ন ব্যাংক লিমিটেডের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট শারমিন আতিক ও ড্যাফোডিল পরিবারের ব্র্যান্ড এন্ড কমিউেিনকেশনের উপ-পরিচালক  সামিহা খান।

জেন বাংলাদেশ  এর ম্যানেজিং ডিরেক্টর কে এম হাসান রিপনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইনোভেশন এবং উদ্যোক্তাবৃত্তি বিভাগের প্রধান মোহাম্মদ কামরুজ্জামান। 

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইনোভেশন ও উদ্যোক্তাবৃত্তি বিভাগ এবং গ্লোবাল অ্যান্ট্রেপ্রেনারশিপ নেটওয়ার্ক (GEN) বাংলাদেশ যৌথভাবে এই  রাউন্ড টেবিলের আয়োজন করে।