উবারের নতুন রোবোট্যাক্সি অংশীদার চীনের বাইদু

রাইড-শেয়ারিং কোম্পানি উবার সম্প্রতি চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান বাইদুর সঙ্গে নতুন একটি চুক্তি করেছে। মঙ্গলবার উবার ও বাইদু ঘোষণা দেয় যে, তারা বহুবছরের একটি কৌশলগত অংশীদারিত্বে একমত হয়েছে। খবর রয়টার্স।
এই চুক্তির আওতায় বাইদুর এপোলো গো স্বয়ংচালিত যানবাহন (এভি) হাজার হাজার ইউনিট উবারের প্ল্যাটফর্মে যুক্ত করা হবে, যা যুক্তরাষ্ট্র ও মূল ভূখণ্ড চীনের বাইরে এশিয়া ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন বাজারে এ বছর শেষের দিকে চালু হবে।
রোবোট্যাক্সি প্রযুক্তি গ্রহণ করে রাইড-শেয়ার ব্যবসা রক্ষা করতে উবার সাম্প্রতিক সময়ে একের পর এক এভি অংশীদারিত্বের ঘোষণা দিচ্ছে।
গত কয়েক মাসেই উবার ওয়েমো, ভল্কসওয়াগন, মে মবিলিটি এবং পনি এআই-এর মতো কোম্পানির স্বয়ংচালিত যানবাহন তাদের প্ল্যাটফর্মে যুক্ত করার ঘোষণা দিয়েছে। কিছু ক্ষেত্রে উবার এই কোম্পানিগুলোতে সরাসরি বিনিয়োগও করছে। মে মাসে উবার চীনের উইরাইডের সঙ্গে ১০ কোটি ডলারের বিনিয়োগসহ সম্প্রসারিত অংশীদারিত্ব ঘোষণা করে।
তবে এই উদ্যোগগুলো এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। প্রথমদিকে যাত্রীরা সরাসরি বাইদুর এভি উবার অ্যাপে বেছে নিতে পারবেন না। বরং যাত্রীদের “অপশন” হিসেবে স্বয়ংচালিত এপোলো গো এভিতে যাত্রা সম্পন্ন করার সুযোগ দেওয়া হবে।
ডিবিটেক/বিএমটি