আসছে ১০,০০১ এমএএইচ ব্যাটারির রিয়েলমি স্মার্টফোন
বিশাল ব্যাটারির স্মার্টফোন নিয়ে নতুন করে আলোচনায় এসেছে রিয়েলমি। চলতি বছরের মে মাসে প্রতিষ্ঠানটি ১০,০০০ এমএএইচ ব্যাটারির একটি প্রোটোটাইপ প্রদর্শন করেছিল এবং তখনই জানিয়েছিল, খুব শিগগিরই বাণিজ্যিকভাবে এমন একটি মডেল আনা হবে। এতদিন রিয়েলমির সর্বোচ্চ ব্যাটারির ফোন ছিল ৭,০০০ এমএএইচ, যার মধ্যে ফ্ল্যাগশিপ জিটি ৮ প্রোও রয়েছে। খবর জিএসএম এরিনা।
এবার রাশিয়ার একটি প্রযুক্তি ব্লগের প্রধান সম্পাদক একটি ছবি শেয়ার করেছেন, যেখানে অপ্রকাশিত রিয়েলমি স্মার্টফোনটির গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে। আরএমএক্স৫১০৭ মডেল নম্বরের এই ফোনটিতে রয়েছে ১০,০০১ এমএএইচ ব্যাটারি, যা সদ্য উন্মোচিত অনার উইন ও উইন আরটির চেয়েও ১ এমএএইচ বেশি।
ফোনটি রিয়েলমি ইউআই ৭.০–এ চলবে এবং এতে ১২ জিবি র্যাম ও ২৫৬ জিবি ইন্টারন্যাল স্টোরেজ থাকার তথ্য পাওয়া গেছে। ভবিষ্যতে অন্য মেমোরি সংস্করণও আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সূত্রের দাবি, ডিভাইসটি হাই-রেজ অডিও সমর্থনের সনদ পেয়েছে এবং বর্তমানে রাশিয়ায় বিক্রির জন্য প্রয়োজনীয় অনুমোদন প্রক্রিয়াধীন। ফলে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই রিয়েলমির এই ব্যাটারি–দৈত্য ফোন নিয়ে আরও আনুষ্ঠানিক তথ্য আসার সম্ভাবনা রয়েছে।
ডিবিটেক/বিএমটি







