পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধনের সময় বাড়লো

পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধনের সময় বাড়লো
২৪ ডিসেম্বর, ২০২৫ ১৭:০৭  
২৪ ডিসেম্বর, ২০২৫ ২২:০৭  

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রবাসীদের পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধনের সময়সীমা বাড়ানো হয়েছে ৩১ ডিসেম্বর পর্যন্ত। একইসঙ্গে শনিবার (২৭ ডিসেম্বর) নির্বাচন উপলক্ষে তফসিলি ব্যাংকগুলো খোলা রাখার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। 

২৪ ডিসেম্বর, বুধবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান।
জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রবাসীদের ভোট গ্রহণের জন্য গত ১৮ নভেম্বর উদ্বোধন করা হয় ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ। ১৯ নভেম্বর থেকে শুরু হয় নিবন্ধন প্রক্রিয়া। আর এই নিবন্ধনের সময়সীমা ছিল আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত। তা বাড়ানো হয়েছে ৩১ ডিসেম্বর পর্যন্ত। 

আখতার আহমেদ বলেন, যারা নিবন্ধন প্রক্রিয়ায় এখনও অংশ নেননি তারা অনুগ্রহ করে ৩১ ডিসেম্বরের মধ্যে নিবন্ধন শেষ করুন।

তিনি আরও বলেন, দ্বিতীয় আরেকটা ঘোষণা হচ্ছে, আগামী শনিবার আমরা বাংলাদেশ ব্যাংকে অনুরোধ করেছি, তফসিলভুক্ত ব্যাংকগুলো খোলা রাখতে যাতে সম্ভাব্যপ্রার্থী ও এজেন্টরা তাদের মনোনয়ন সংক্রান্ত ব্যাংকিং কার্যক্রম শেষ করতে পারেন।

এদিকে সময় বাড়ানোর আগ পর্যন্ত পোস্টাল বিডি অ্যাপে এখন পর্যন্ত ৬ লাখ ৮৬ হাজার ৭৩৬ জন ভোটার নিবন্ধন করেছেন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ লাখ ৩৪ হাজার ৯২ জন এবং নারী ভোটার ৫২ হাজার ৬৪২ জন। এর মধ্যে নির্বাচনি দায়িত্বে নিয়োজিত ভোটার, নিজ ভোটার এলাকার বাইরে থাকা  সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে থাকা ১ লাখ ৬৭ হাজার ৬২২ জন নিবন্ধন করেছেন।
ডিবিটেক/বিটিও/ইকে