অনলাইন সাজগোজে ‘রেড হট ভ্যালেন্টাইন’ শুরু

৫ ফেব্রুয়ারি, ২০২৫  
অনলাইন সাজগোজে ‘রেড হট ভ্যালেন্টাইন’ শুরু

‘রেড হট ভ্যালেন্টাইন সেল’ শুরু করেছে দেশের শীর্ষস্থানীয় পার্সোনাল ও বিউটি কেয়ার অনলাইন প্ল্যাটফর্ম সাজগোজ। আসন্ন ভালোবাসা দিবস উপলক্ষ্যে আগামী ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত এক্সক্লুসিভ ডিসকাউন্ট, ফ্রি ডেলিভারি (নির্দিষ্ট দিনে) এবং আকর্ষণীয় গিফট হ্যাম্পার অফার করেছে এই ই-শপটি।

অফারের মধ্যে পারফিউম, স্কিনকেয়ার ও মেকআপ প্রোডাক্ট এবং গিফট বান্ডেলে ক্রেতারা পাচ্ছেন সর্বোচ্চ ৫০% পর্যন্ত মূল্যছাড় দেয়া হয়েছে। এছাড়াও ‘লাভ স্টোরি কনটেস্ট’ প্রতিযোগিতায় অংশ নিলে থাকছে ৫,০০০ টাকা মূল্যের এক্সক্লুসিভ গিফট হ্যাম্পার জেতার সুযোগ।

অংশগ্রহণের জন্য প্রিয়জনের সঙ্গে একটি ছবি তুলে নিজের ফেসবুক প্রোফাইলে পোস্ট করতে হবে এবং ক্যাপশনে লিখতে হবে নিজের ভালোবাসার গল্প। ক্যাপশনে ব্যবহার করতে হবে ‘#LoveShajgoj’ হ্যাশট্যাগ এবং ‘@shop.shajgoj.com’ লিংকটি ট্যাগ করতে হবে। এছাড়া, পোস্টের প্রাইভেসি পাবলিক রাখতে হবে। সেরা তিনটি লাভ-স্টোরি’র জন্য থাকছে সাজগোজের পক্ষ থেকে ৫,০০০ টাকা মূল্যের গিফট হ্যাম্পার।

এ প্রসঙ্গে সাজগোজ-এর সিসিও সিনথিয়া শারমিন ইসলাম বলেন, “সাজগোজ বিশ্বাস করে, ভালোবাসাকে সবচেয়ে সুন্দরভাবে এক্সপ্রেস করা যায় আন্তরিকতার মাধ্যমে। তাই, এই বিশেষ দিনটি প্রিয়জনের জন্য আরও স্মরণীয় করে তুলতে আমরা এই ক্যাম্পেইনটি নিয়ে এসেছি। গিফট হোক কিংবা সেলফ-কেয়ার, ভালোবাসা দিবসকে স্পেশাল করে তুলতে আমাদের কাছে আছে সবকিছুই।”