বিদেশে তৈরি ড্রোন ও যন্ত্রাংশ নিষিদ্ধ করল যুক্তরাষ্ট্র

বিদেশে তৈরি ড্রোন ও যন্ত্রাংশ নিষিদ্ধ করল যুক্তরাষ্ট্র
২৩ ডিসেম্বর, ২০২৫ ১০:৩৬  

জাতীয় নিরাপত্তার ঝুঁকির কথা উল্লেখ করে বিদেশে তৈরি নতুন ড্রোন ও তাদের গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ আমদানি নিষিদ্ধ করেছে যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশনস কমিশন। সংস্থাটি জানিয়েছে, বিদেশি উৎপাদিত মানববিহীন উড়োজাহাজ ব্যবস্থা এবং এর গুরুত্বপূর্ণ উপাদানগুলো যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য অগ্রহণযোগ্য ঝুঁকি তৈরি করতে পারে। ফলে এসব পণ্যকে কমিশনের ‘কভার্ড লিস্ট’-এ অন্তর্ভুক্ত করা হয়েছে। খবর এনগ্যাজেট।

এফসিসি বলছে, ড্রোন মূলত দ্বৈত-ব্যবহারযোগ্য প্রযুক্তি—যা বাণিজ্যিক কাজের পাশাপাশি সামরিক বা আধাসামরিক নজরদারি ও আক্রমণাত্মক কাজে ব্যবহার হতে পারে। বিশেষ করে ডেটা আদান–প্রদানের যন্ত্র, যোগাযোগ ব্যবস্থা, নেভিগেশন, ব্যাটারি ও মোটরের মতো উপাদান বিদেশে তৈরি হলে গুপ্ত নজরদারি ও তথ্য পাচারের আশঙ্কা বাড়ে।

তবে আগে বিক্রি হওয়া বা অনুমোদিত ড্রোনে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য নয়। এফসিসি চেয়ারম্যান ব্রেন্ডান কার জানান, ভবিষ্যতের নতুন মডেলগুলোর ক্ষেত্রেই এই সিদ্ধান্ত কার্যকর হবে এবং বিশেষ ক্ষেত্রে প্রতিরক্ষা বা স্বরাষ্ট্র নিরাপত্তা বিভাগ ছাড় দিতে পারে।

নিষেধাজ্ঞায় চীনা নির্মাতা ডিজেআই প্রভাবিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। প্রতিষ্ঠানটি সিদ্ধান্তে হতাশা প্রকাশ করে জানিয়েছে, তাদের পণ্যের নিরাপত্তা নিয়ে অভিযোগের পক্ষে পর্যাপ্ত প্রমাণ নেই।

ডিবিটেক/বিএমটি