এমআরইউ সভাপতি নাঈম, সম্পাদক মেজবাহ

এমআরইউ সভাপতি নাঈম, সম্পাদক মেজবাহ
২৩ ডিসেম্বর, ২০২৫ ০০:০৫  

মাল্টিমিডিয়া সাংবাদিকদের সংগঠন মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটি (এমআরইউ)–এর ২০২৬ সালের নির্বাচনে  দৈনিক যায়যায় দিনের মাল্টিমিডিয়া প্রধান প্রতিবেদক শাহরিয়ার নাঈম ১৫৯ ভোট পেয়ে নবনির্বাচিত কমিটির সভাপতি এবং ১৩৫ ভোট পেয়ে দৈনিক নিরপেক্ষ-এর প্রতিবেদক মিজবাহ উদ্দীন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।  

নির্বাচনে ২১টি পদের বিপরীতে মোট ৪১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন চারজন। এরা হলেন- যুগ্ম সাধারণ সম্পাদক বাংলানিউজটোয়েন্টিফোর.কমের জহিরুল ইসলাম রাতুল, ক্রীড়া সম্পাদক প্রতিদিনের বাংলাদেশের সাইনুল নুর, অর্থ সম্পাদক দৈনিক জনবাণীর জান্নাতুর রহমান এবং সাংস্কৃতিক সম্পাদক আরাফাত হোসেন হিমেল। 


২২ ডিসেম্বর, সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে দিনভর ভোটগ্রহণ শেষে নবনির্বাচিত কমিটির নাম ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল।  


ভোটে তিন জন করে প্রতিযোগীর মধ্যে দৈনিক কালের কণ্ঠের মোস্তাফিজুর রহমান মিলন সাংগঠনিক সম্পাদক এবং নাগরিক টিভির সৈয়দ মাহবুব তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।  

এছাড়াও স্বাধীন সংবাদের ইসলাম উদ্দিন তালুকদার ও মাই টিভির জাকির ইসলাম সহ-সভাপতি; দেশ রূপান্তরের মোহাম্মদ খোকা সহ-সাংগঠনিক সম্পাদক, এশিয়া বাণীর ইয়াছিন আরাফাত দপ্তর সম্পাদক , সময়ের চিত্রের ইসমাইল হোসেন প্রচার সম্পাদক  এবং গ্রিন টিভির ইয়াছিন আরাফাত সাহিত্য ও প্রকাশনা সম্পাদক নির্বাচিত হয়েছেন।  

একইভাবে ভোটে সাংস্কৃতিক সম্পাদক নির্বাচিত হয়েছেন এশিয়া বাণীর আরাফাত হোসেন হিমেল। সমাজসেবা সম্পাদক পদে মাতৃভূমির খবরের বিজয় আহমেদ এবং স্বাস্থ্য পরিবেশ ও আপ্যায়ন সম্পাদক পদে দৈনিক ডেসটিনির সোলায়মান সুমন জয়ী হয়েছেন।

নবনির্বাচিত কার্যনির্বাহী ৫ সদস্যরা হলেন মাই টিভির ইসমাইল সরকার, দৈনিক নিরপেক্ষের শাহিন আলম জয়, প্রতিদিনের বাংলাদেশের স্বাধীন রানা, এশিয়ান টিভির আবুল খায়ের ও সংবাদ প্রবাহের আল আমিন খান।

ডিআরইউ ভবনের সাগর-রুনী হলে অনুষ্ঠিত ভোট শেষে নবনির্বাচিত কমিটির উত্তরোত্তর সাফল্য কামনা করে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল বলেছেন, নানাবিধ কারণে সাংবাদিকতা এখন হুমকীর মুখে। নিজেদের সম্মান ও পেশাগত মান অক্ষুণ্ণ রাখতে না পারলে আগামী দিনে পথ চলা কঠিন হবে। অনলাইন হোক কিংবা ডিজিটাল বা মাল্টিমিডিয়া- যে ফরম্যাটেই থাকি না কেন আমরা যেনে নিজেদের দেউলিয়াত্ব বরণ না করি। সাংবাদিকতাকে কলুষিত না করি। 

এসময় ডিআরইউ দপ্তর সম্পাদক এম এম জসিম উপস্থিত ছিলেন। 
ডিবিটেক/এমআর/ইক