ফের বিশ্বের সর্ববৃহৎ পারমাণবিক কেন্দ্র চালুর পথে জাপান
ফুকুশিমা বিপর্যয়ের প্রায় ১৫ বছর পর বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পুনরায় চালুর চূড়ান্ত অনুমোদনের পথে এগোলো জাপান। সোমবার নিইগাতা প্রদেশের আইনসভায় ভোটের মাধ্যমে কাশিওয়াজাকি–কারিওয়া পারমাণবিক কেন্দ্র পুনরায় চালুর প্রক্রিয়ায় সবশেষ বাধা কাটলো। টোকিও থেকে প্রায় ২২০ কিলোমিটার দূরে অবস্থিত এই কেন্দ্রটি ২০১১ সালের ভূমিকম্প ও সুনামির পর বন্ধ হয়ে যাওয়া ৫৪টি রিয়্যাক্টরের একটি ছিল। খবর রয়টার্স।
জ্বালানি আমদানি নির্ভরতা কমাতে জাপান ইতোমধ্যে কার্যকর ৩৩টি রিয়্যাক্টরের মধ্যে ১৪টি পুনরায় চালু করেছে। কাশিওয়াজাকি–কারিওয়া কেন্দ্রটি চালু হলে এটি হবে টোকিও ইলেকট্রিক পাওয়ার কোম্পানির পরিচালিত প্রথম পুনরায় চালু কেন্দ্র, যে প্রতিষ্ঠান ফুকুশিমা দাইইচি কেন্দ্রও পরিচালনা করেছিল। গভর্নর হিদেও হানাজুমির প্রতি আস্থাভোটের মাধ্যমে আইনসভা কার্যত কেন্দ্র চালুর অনুমতি দেয়।
কেন্দ্রটির মোট উৎপাদনক্ষমতা ৮ দশমিক ২ গিগাওয়াট, যা কয়েক মিলিয়ন বাড়িতে বিদ্যুৎ সরবরাহে সক্ষম। প্রথম রিয়্যাক্টরটি আগামী বছর চালুর পরিকল্পনা রয়েছে।
তবে স্থানীয়দের মধ্যে মতভেদ দেখা গেছে। সোমবার প্রায় ৩০০ মানুষ কেন্দ্রের বাইরে বিক্ষোভ করে।
ডিবিটেক/বিএমটি







