পরিধানযোগ্য এআই গ্যাজেট নির্মাতা ‘লিমিটলেস’ কিনলো মেটা
এআই-সমৃদ্ধ পরিধানযোগ্য ডিভাইস তৈরির গুরুত্ব আরও বাড়াতে লিমিটলেসকে অধিগ্রহণ করেছে সামাজিক যোগাযোগ জায়ান্ট মেটা। লিমিটলেস কথোপকথন রেকর্ড ও ট্রান্সক্রাইব করতে সক্ষম পেনডেন্ট-স্টাইলের এআই গ্যাজেট তৈরি করে। শুক্রবার এক ব্লগ পোস্টে লিমিটলেসের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ড্যান সিরোকার এই তথ্য নিশ্চিত করেন। খবর রয়টার্স।
সিরোকার ভাষায়, মেটা সবার হাতের নাগালে আনার “পার্সোনাল সুপারইনটেলিজেন্স” নামক যে ভিশন ঘোষণা করেছে, লিমিটলেসও একই লক্ষ্য নিয়ে কাজ করছে। তাই যৌথভাবে এই ভিশন বাস্তবায়নে দুই প্রতিষ্ঠান একসঙ্গে কাজ করবে। তবে চুক্তির আর্থিক বিবরণ প্রকাশ করা হয়নি।
লিমিটলেস অধিগ্রহণের খবরটি আসে একই সপ্তাহে, যখন মেটা অ্যাপলের দীর্ঘদিনের ডিজাইন নির্বাহী অ্যালান ডাইকে নিয়োগ দেয়- যা পরিধানযোগ্য পরবর্তী প্রজন্মের ডিভাইস তৈরিতে প্রতিষ্ঠানের আগ্রহ আরও স্পষ্ট করে। লিমিটলেসের প্রযুক্তি মেটার ভবিষ্যৎ এআই-ওয়্যারেবলস তৈরির পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এরই মধ্যে মেটা এসিলরলুক্সোটিকা গ্রুপের রে-বেন ও ওকলি ব্র্যান্ডের সঙ্গে অংশীদারত্বে এআই-চালিত স্মার্ট গ্লাস তৈরি করছে। নতুনভাবে যুক্ত হওয়া লিমিটলেস এমন একটি ছোট “পেনডেন্ট” ডিভাইস বানায়, যা জামায় বা ল্যানইয়ার্ডে লাগানো যায়। এটি কথা রেকর্ড করে অ্যাপে ট্রান্সক্রাইব করতে পারে এবং সার্চযোগ্য সারাংশও তৈরি করে—এক কথায় স্মৃতি ও উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য তৈরি এআই অ্যাসিস্ট্যান্ট।
লিমিটলেস জানিয়েছে, বিদ্যমান গ্রাহকদের সমর্থন অব্যাহত থাকবে, তবে নতুন ব্যবহারকারীদের জন্য ডিভাইস বিক্রি বন্ধ করা হচ্ছে। সেবার ধারাবাহিকতা নিশ্চিত করতে বর্তমান গ্রাহকদের হালনাগাদ প্রাইভেসি শর্ত গ্রহণ করতে হবে। প্রতিষ্ঠানটি সাম অল্টম্যান এবং এ১৬জেডসহ বিভিন্ন বিনিয়োগকারীর কাছ থেকে ৩৩ মিলিয়ন ডলারেরও বেশি অর্থায়ন পেয়েছে।
ডিবিটেক/বিএমটি







