কারাগারে অনলাইন ট্রাভেল এজেন্সি হালট্রিপ এমডি

৪ অক্টোবর, ২০২৫ ২১:০৩  
৫ অক্টোবর, ২০২৫ ১১:০৫  
কারাগারে অনলাইন ট্রাভেল এজেন্সি হালট্রিপ এমডি

গ্রেফতার হয়েছেন অনলাইন ট্রাভেল এজেন্সি হালট্রিপ কেলেঙ্কারির অন্যতম মাস্টারমাইন্ড ও সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ তাজবীর হাসান। দীর্ঘদিন পালিয়ে থাকার পর পুনরায় দেশে ফেরার সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুক্রবার মধ্যরাতে আটক করে ইমিগ্রেশন পুলিশ। শনিবার দুপুর ১২টার দিকে গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা তাকে বিমানবন্দরের থানায় হস্তান্তর করে। 

বিমানবন্দর থানার কর্তব্যরত অফিসার উপপরিদর্শক (এসআই) আনিসুর রহমান গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। জানা যায়, পিকে হালদারের ঘনিষ্ঠ এই সহযোগী গত ২৪ সেপ্টেম্বর তুরস্কের পাসপোর্ট ব্যবহার করে বাংলাদেশে প্রবেশ করেছিলেন। সেখান থেকে তাকে আটক করেদুপুরে আদালতে প্রেরণ করা হয়।

আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়ে আগামী ১৪ অক্টোবর রিমান্ড শুনানির তারিখ ধার্য করেছেন।  

প্রসঙ্গত, ২০২০ সালে গ্রাহকদের শত-শত কোটি টাকা নিয়ে হঠাৎ উধাও হয়ে যায় হালট্রিপ। ক্ষতিগ্রস্ত হয় অসংখ্য যাত্রী ও ট্রাভেল এজেন্সি। ২০২০ এ দেশ থেকে পালিয়ে দুটি দেশের (তুরস্ক ও ভানুয়াতু) নাগরিকত্ব গ্রহণ করেন মোহাম্মদ তাজবীর হাসান। এ ছাড়াও তার মাল্টার রেসিডেনসি এবং স্পেনের গোল্ডেন ভিসা রয়েছে বলে বলে দাবি করেছে কয়েকটি সূত্র।