টাকায় হজের রোমিং প্যাকেজ

হজযাত্রীদের জন্য মোবাইলে থাকা ব্যালেন্স দিয়েই ‘হজ রোমিং প্যাকেজ’ কেনার সুবিধা চালু করেছে গ্রামীণফোন; বাংলালিংক ও রবি। এর মাধ্যমে নিজস্ব সিম ব্যবহার করে বাংলাদেশি টাকায় প্যাকেজ কিনে নির্বিঘ্নে সৌদি আরব ভ্রমণ করতে পারবেন হজযাত্রীরা।
এর ফলে সৌদি আরবে যাওয়ার আগেই বাংলাদেশ থেকে হজ প্যাকেজটি চালু করা যাবে। সৌদিতে পৌঁছে বিদেশি সিম না কিনেই নির্বিঘ্নে রোমিং সেবা পাওয়া যাবে। প্যাকেজগুলো বাংলাদেশে কেনা হলেও মেয়াদ শুরু হবে সৌদি আরবে পৌঁছানোর পর। সেখানে গিয়ে রিচার্জ পয়েন্ট খোঁজার ঝামেলা কিংবা ভাষাগত সমস্যায় না পড়েই যাত্রীরা সহজে যোগাযোগ রাখতে পারবে পরিবারের সঙ্গে। যারা হজের জন্য যাবেন সিম রোমিংয়ের জন্য তাদের আর ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড দরকার হবে না।
এর আগে গ্রামীণফোনের প্যাকেজ সাত দিনের নিচে ছিল না। তারা সর্বনিম্ন একদিনের একটি প্যাকেজ দিয়েছে, যেখানে ৫০০ এমবি ইন্টারনেট ১৫৪ টাকা। সৌদি আরবে এই একই পরিমাণ ইন্টারনেট নিতে খরচ ১৮৫ টাকা। গ্রামীণফোনের প্যাকেজে ৪৫ দিন মেয়াদের প্যাকেজে ১৫০ মিনিট দিয়েছে কলের জন্য এবং আনলিমিটেড ইন্টারনেট আছে। এটা এক সময় ছিল ৬ হাজার ৯৯৯ টাকা, এটা ১ হাজার টাকা কমানো হয়েছে। সৌদি আরবে একই মেয়াদের ১০০ জিবির প্যাকেজ আছে সেটা ১৩ হাজার টাকার মতো পড়ে। একইভাবে রবি ও বাংলালিংকের বিভিন্ন দামের প্যাকেজ আছে। প্রত্যেকেই ছয়টি করে প্যাকেজ দিয়েছে।
বাংলালিংক গ্রাহকদের জন্য বেশ কিছু প্যাক রয়েছে; যেমন - ৫৯৪ টাকায় ৭ দিনের জন্য (মেয়াদ) ১৫ মিনিট টকটাইম সহ ৩ জিবি ইন্টারনেট; ৯৯৪ টাকায় ১৫ দিনের জন্য ১৫ মিনিট টকটাইম সহ ৮ জিবি ইন্টারনেট; ১,৯৯৪ টাকায় ৩০ দিনের জন্য ৩০ মিনিট টকটাইম সহ ১৫ জিবি ইন্টারনেট; ২,৪৯৪ টাকায় ৪৫ দিনের জন্য ৫০ মিনিট টকটাইম সহ ২৫ জিবি ইন্টারনেট; এবং ৬,৪৯৪ টাকায় ৬০ দিনের জন্য ৩০০ মিনিট টকটাইম সহ ৫০ জিবি ইন্টারনেট।
রবি হজ রোমিং অফারে বিভিন্ন ডাটা ও কম্বো প্যাক থাকছে। ১৪৬ টাকায় ৫০০ এমবি ইন্টারনেট পাওয়া যাবে এক দিনের জন্য। সাত দিনের জন্য ৪ জিবি ইন্টারনেট, ৩০ মিনিট এবং ১০টি এসএমএস পাওয়া যাবে ৬৯৬ টাকায়। ১ হাজার ৭৯৮ টাকায় পাওয়া যাবে ১০ জিবি ইন্টারনেট, ৩০ মিনিট এবং ৩০টি এসএমএস, যার মেয়াদ ৩০ দিন। ২ হাজার ১৯৮ টাকায় ২০ জিবি ইন্টারনেট, ৫০ মিনিট কল ও ৫০টি এসএমএসসহ প্যাকটি পাওয়া যাবে ৫০ দিনের জন্য। ৪৫জিবি ইন্টারনেট, ২৫০ মিনিট কল ও ২০টি এসএমএসসহ ৬০ দিনের প্যাকেজের মূল্য ৪ হাজার ৯৯৮ টাকা।
এ ছাড়া রবি হজ রোমিং অফারে রয়েছে বিশেষ ভয়েস প্যাক। ১০০ মিনিট ভয়েস কল (যার মধ্যে রয়েছে সৌদি আরবের স্থানীয় কল, বাংলাদেশে কল, আন্তর্জাতিক কল ও ইনকামিং কল) ব্যবহার করা যাবে ৪০ দিনের জন্য। ভয়েস প্যাকেজের মূল্য ১ হাজার ৩৯৬ টাকা।