৪৭ শতাংশ মানুষকে ব্যাংকিংয়ে যুক্ত করতে ফিনিটেক উদ্যোক্তাদের প্রতি আহ্বান

দেশের ৬ শতাংশ হারে জিডিপি প্রবৃদ্ধি হচ্ছে। তারপও ব্যাংকিংকার্যক্রমের বাইরে রয়েছেন দেশের ৪৭ শতাংশ মানুষ। বিশাল এই জনগোষ্ঠীকে আর্থিক কর্মকাণ্ডে অন্তর্ভুক্ত করতে নতুন ফিনিটেক প্রতিষ্ঠানকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক জিয়া উল হক।
বাংলাদেশ ইনভেস্ট সামিটের প্রথম দিন সোমবার (৭ এপ্রিল) দুপুরে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে ‘আনলকিং বাংলাদেশ ফিনটেক পটেনশিয়াল’ শীর্ষক মুক্ত আলোচনায় এ আহ্বান জানান বাংলাদেশে ব্যাংকের এই কর্মকর্তা। যেকোনো নতুন ব্যবসাতেই লিগ্যাল ফ্রেমওয়ার্ক সময় সাপেক্ষ বলেও মন্তব্য করেন তিনি।