ফ্রিল্যান্সারদের উদ্যোক্তা হবার প্রশিক্ষণ দিবে বাক্কো

৪ মার্চ, ২০২৫  
৪ মার্চ, ২০২৫  
ফ্রিল্যান্সারদের উদ্যোক্তা হবার প্রশিক্ষণ দিবে বাক্কো

চলতি বছরেও দেশের বিভিন্ন প্রান্তের মেধাবী ফ্রিল্যান্সারদের উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে উদ্যোক্তায় পরিণত করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো) এবং বিজনেস প্রোমোশন কাউন্সিল (বিপিসি)। উভয় প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে ৩টি ব্যাচে মোট ৬০ জনকে বিনামূল্যে  ফ্রিল্যান্সার প্রশিক্ষণ দেয়া হবে। ৮টি গুরুত্বপূর্ণ বিষয়ে ১০ দিনব্যাপী এই প্রশিক্ষণ দেয়া হবে

প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের যাতায়াত ভাতা এবং সনদ দেয়া হবে বলে জানিয়েছেন বাক্কো নির্বাহী সমন্বয়ক মোঃ সেলিম সরকার। 

তিনি জানান, আগ্রহীদের আগামী ৬ মার্চের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। প্রশিক্ষনার্থীদের অবশ্যই নূন্যতম এক বছর ফ্রিল্যান্সার হিসেবে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ফ্রিল্যান্সিং এর মাধ্যমে ন্যূনতম ৩০০ ডলার আয় এর প্রমাণপত্র দাখিল করতে হবে। এছাড়া আবেদনকারীর অবশ্যই জাতীয় পরিচয় পত্র থাকতে হবে।