বাংলাদেশ স্যাটেলাইট -১ : ৭ দিনে ৭৭ মিনিট সম্প্রচার বিঘ্ন ঘটতে পারে

৪ মার্চ, ২০২৫  
৪ মার্চ, ২০২৫  
বাংলাদেশ স্যাটেলাইট -১ : ৭ দিনে ৭৭ মিনিট সম্প্রচার বিঘ্ন ঘটতে পারে

সৌর ব্যতিচারের কারণে আগামী মার্চ থেকে ১৩ মার্চ  পর্যন্ত প্রতিদিন কিছু সময় ধরে বাংলাদেশ স্যাটেলাইট -১ এর সম্প্রচার কার্যক্রমে বিঘ্ন ঘটতে পারে। এই দিনে মোট ৭৭ মিনিটের মতো সম্প্রচার বিঘ্ন ঘটার সম্ভাবনা রয়েছে।

মঙ্গলবার বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল) জনসংযোগ মুখপাত্র ওমর হায়দার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য পাওয়া গেছে। 

তিনি জানান, সব স্যাটেলাইটের জন্য সৌর ব্যতিচার একটি সাধারণ মহাকাশীয় ঘটনা, যা বছরে দুইবার ঘটে থাকে। সৌর ব্যতিচারের কারণে স্যাটেলাইট নির্ভর সম্প্রচার কার্যক্রমে সাময়িক বিঘ্ন ঘটে থাকে। এ কারণে আগামী  মার্চ সকাল ৯টা ৫৩ মিনিট থেকে ১০ টা মিনিট মোট মিনিট, মার্চ সকাল ৯টা ৫২ মিনিট থেকে ১০টা মিনিট মোট ১০ মিনিট, মার্চ ৯টা ৫১ মিনিট থেকে ১০ টা মিনিট মোট ১২ মিনিট, ১০ মার্চ ৯টা ৫০ মিনিট থেকে ১০ টা মিনিট মোট ১৩ মিনিট, ১১ মার্চ ৯ টা ৫০ মিনিট থেকে ১০ টা মিনিট মোট ১৩ মিনিট, ১২ মার্চ ৯টা ৫০ মিনিট থেকে ১০ টা ২ মিনিট মোট ১২ মিনিট এবং ১৩ মার্চ ৯টা ৫১ মিনিট থেকে ১০ টা মোট মিনিট বিঘ্ন ঘটতে পারে।

প্রসঙ্গত, বিএসসিএল ব্যতিচার সতর্কভাবে পর্যবেক্ষণ করবে। দেশের প্রথম স্যাটেলাইট বাংলাদেশ স্যাটেলাইট- এর মাধ্যমে বর্তমানে  দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানকে সম্প্রচার টেলিযোগাযোগ সেবা প্রদান করে থাকে।