ঈদ: ২ দিনে ঢাকা ছাড়লেন প্রায় ৪১ লাখ সিমধারী

৩০ মার্চ, ২০২৫  
৩১ মার্চ, ২০২৫  
ঈদ: ২ দিনে ঢাকা ছাড়লেন প্রায় ৪১ লাখ সিমধারী

পরিবার-পরিজনের সঙ্গে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করতে গত শুক্র ও শনিবার, দুই দিনে রাজধানী ঢাকা ছেড়েছেন প্রায় ৪১ লাখ মোবাইল সিম ব্যবহারকারী। এর মধ্যে শুক্রবার (২৮ মার্চ) ঢাকা ছেড়েছেন ১৮ লাখ ৯৯ হাজারের বেশি মানুষ। আর শনিবার (২৯ মার্চ) ঢাকা ছাড়েন ২১ লাখ ৯৫ হাজার মানুষ।

রবিবার (৩০ মার্চ) বিকেল সোয়া ৫টার দিকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তার ফেসবুক আইডিতে দেওয়া পোস্টে এ তথ্য সংবলিত একটি বিবরণী তুলে ধরেন।

বিবরণীর তথ্যানুযায়ী- ২৮ মার্চ রাত ১২টার পর থেকে ২৪ ঘণ্টায় ঢাকা থেকে বাইরে গেছেন ১৮ লাখ ৯৯ হাজার ৫৩৭টি মোবাইল সিম ব্যবহারকারী। একই সময়ে ঢাকায় প্রবেশ করেছেন ৬ লাখ ১২ হাজার ৩৩২টি সিম ব্যবহারকারী।ঢাকা ছেড়ে যাওয়াদের মধ্যে সবচেয়ে বেশি ৮ লাখ ১৬ হাজার গ্রামীণফোনের সিম ব্যবহারকারী। এছাড়া রবির ৪ লাখ ৪৭ হাজার ৬৭৬টি, বাংলালিংকের ৫ লাখ ৩৮ হাজার ২৯৬টি, টেলিটকের ৯৭ হাজার ৬৩টি সিম ব্যবহারকারী এদিন ঢাকা ছেড়েছেন।

অন্যদিকে ঢাকায় প্রবেশ করাদের মধ্যে গ্রামীণফোনের সিম ব্যবহারকারী দুই লাখ ১০ হাজার ৭৩৫ জন, রবির ১ লাখ ২০ হাজার ৬৪৯, বাংলালিংকের দুই লাখ ১২ হাজার ৬০৪, টেলিটকের ৬৮ হাজার ৩৪৪টি।

শনিবার ঢাকা ছেড়ে যাওয়াদের মধ্যে গ্রামীণফোনের সিম ব্যবহারকারী ৯ লাখ ১৮ হাজার ৯২১ জন, রবির ৫ লাখ ৬ হাজার ৪৮৯, বাংলালিংকের ৬ লাখ ৭৮ হাজার ২২০, টেলিটকের ৯১ হাজার ৪৫৪ জন।

ঢাকায় ফেরাদের মধ্যে গ্রামীণফোনের সিম ব্যবহারকারী ১ লাখ ৯৩ হাজার ২৮৪ জন, রবির ১ লাখ ১৮ হাজার ৪৭৫, বাংলালিংকের দুই লাখ ১০ হাজার ৩৮৭ এবং টেলিটকের ৬৫ হাজার ৮৮৫ জন।

মোবাইল অপারেটর কোম্পানিগুলোর কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, এ হিসাবে সিম ব্যবহারকারী (সাবস্ক্রাইবার)। অনেকে একাধিক সিমও ব্যবহার করতে পারেন। তাছাড়া সিম ব্যবহার করেন না, এমনও অনেকে ঈদের ছুটিতে যাচ্ছেন।