আইইবি'র অতিরিক্ত সাধারণ সভা অনুষ্ঠিত
৩০ ডিসেম্বরের মধ্যে আইইবি নির্বাচন

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশের (আইইবি) অতিরিক্ত সাধারণ সভা (Extra-Ordinary General Meeting-EOGM) অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ মে) বিকেল ৩টায় ঢাকার রমনায় আইইবি সদর দফতরে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আইইবি’র প্রেসিডেন্ট প্রকৌশলী মোহাম্মদ রিয়াজুল ইসলাম (রিজু)।
সভায় আইইবি’র ভাইস-প্রেসিডেন্ট (একাডেমিক ও আন্তর্জাতিক) প্রকৌশলী খান মনজুর মোরশেদ, ভাইস-প্রেসিডেন্ট (এইচআরডি) প্রকৌশলী শেখ আল আমিন, ভাইস-প্রেসিডেন্ট (এসএন্ডডব্লিউ) প্রকৌশলী নিয়াজ উদ্দিন ভূইয়া, ভাইস-প্রেসিডেন্ট (প্রশাসন ও অর্থ) প্রকৌশলী এ. টি. এম. তানবীর-উল-হাসান (তমাল), সাধারণ সম্পাদক অধ্যাপক ড. প্রকৌশলী মো. সাব্বির মোস্তফা খানসহ অন্যান্য সহকারী সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।
এই EOGM-এ ঢাকা ও দেশের বিভিন্ন অঞ্চল থেকে আঠারোশ’র বেশি প্রকৌশলী অংশ নিয়েছেন। উপস্থিত প্রকৌশলীদের মধ্য থেকে ২৬ জন তাদের বক্তব্য তুলে ধরেন।
সভায় অধ্যাপক ড. প্রকৌশলী মো. সাব্বির মোস্তফা খান বলেন, আইইবি’র সর্বশেষ কমিটির মেয়াদ ছিল ২০২৩-২০২৫। বর্তমান অন্তর্বর্তীকালীন কমিটির মূল দায়িত্ব হচ্ছে একটি স্বচ্ছ ও পরিশুদ্ধ ভোটার তালিকা তৈরি করে গঠনতন্ত্র অনুযায়ী নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা।
তিনি আরও জানান, আগামী ৩০ জুন ২০২৫ তারিখের মধ্যে ভোটার তালিকা তৈরি করে ৩০ ডিসেম্বর ২০২৫ তারিখের মধ্যে নির্বাচন আয়োজন করা হবে।
বক্তব্য দেয়া অনেকেই সাধারণ প্রকৌশলীদের ওপর সহিংসতার ঘটনায় দোষীদের বিরুদ্ধে আইইবি’র গঠনতান্ত্রিক ব্যবস্থা গ্রহণের দাবি জানান। তারা অভিযুক্তদের কালো তালিকাভুক্ত, সদস্যপদ স্থগিত এবং আগামী নির্বাচনে অযোগ্য ঘোষণার দাবি তুলেন।
সভা শেষে আইইবি প্রেসিডেন্টের সভাপতিত্বে উপস্থিত সদস্যরা সর্বসম্মতিক্রমে আগামী ৩০ ডিসেম্বর ২০২৫-এর মধ্যে নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত নিয়েছেন।