'ভিভো ফটোগ্রাফি ক্রনিকল' এ ৫জি ফোন জেতার সুযোগ

১৭ মার্চ, ২০২৫  
১৭ মার্চ, ২০২৫  
'ভিভো ফটোগ্রাফি ক্রনিকল' এ ৫জি ফোন জেতার সুযোগ

মুঠোফোনে রোজা ও ঈদের মুহুর্তের প্রোটেটকে পুরস্কৃত করতে 'ভিভো ফটোগ্রাফি ক্রনিকল' শুরু করেছে স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশ। আর নিজের তোলা সেই ছবিগুলো শেয়ার করে জিতে নেয়া যাবে ভিভো ভি৫০ ফাইভজি স্মার্টফোনসহ আরও  বেশ কিছু পুরস্কার।

পুরস্কার জিততে ছবির সঙ্গে  একটি ক্যাপশন বা গল্পসহ #vivoTheMoment #vivoPhotographyChronicle হ্যাশট্যাগ দিয়ে ভিভোর অফিসিয়াল পেইজে পোস্টে কমেন্ট করতে হবে অথবা ভিভো মোমেন্টস ওয়েবসাইটে সাবমিট করতে হবে।

চলতি মার্চ ছাপিয়ে আগামী ৪ এপ্রিল পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা।

ভিভো বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়েছে, একজন ব্যবহারকারী যখন এবারের ঈদে তার পরিবারের সাথে আনন্দের মুহূর্ত কাটাবেন, তখন ভিভোর ক্যামেরা টেকনোলজি প্রতিটি পোর্ট্রেট ছবি এমনভাবে তোলার সুযোগ করে দিবে, যা অন্যান্য স্মার্টফোনে সম্ভব নয়।  এক্ষেত্রে ভিভোর নতুন ফোন ভিভো ভি৫০ ফাইভজি ফোনের কথা বলা যেতেই পারে। এ ফোনটির সামনে ও পেছনের সব ক্যামেরাই ৫০ মেগাপিক্সেল, যার মধ্যে ৫০ এমপি জাইস ওআইএস মেইন ক্যামেরা ১/১.৫৫" সুপার-সেন্সিটিভ সেন্সর দিয়ে আলো দারুণভাবে ধরে রাখে। ফোনটিতে রয়েছে জাইস মাল্টিফোকাল পোর্ট্রেট ফিচার, সিআইপিএ ৪.০ ডিএসএলআর লেভেলের স্ট্যাবিলাইজেশন প্রযুক্তি এবং এআই অরা লাইট পোর্ট্রেট ফিচারস। এসব প্রযুক্তির সাহায্যে নিখুঁত ফোকাস ও প্রফেশনাল লেভেলের এক নতুন ক্যামেরার অভিজ্ঞতা পেয়ে যাবেন ব্যবহারকারীরা।