অ্যাপ স্টোরে এক্সটার্নাল লিংক চালু রাখতে অ্যাপলকে আদালতের নির্দেশ

অ্যাপলের অ্যাপ স্টোরে এক্সটার্নাল ওয়েব লিংক ও বিকল্প পেমেন্ট বন্ধ রাখার আবেদন খারিজ করে দিয়েছে মার্কিন আপিল আদালত। খবর দ্য ভার্জ।
২০২০ সালে এপিক গেমসের করা মামলার রায়ে, চলতি বছরের এপ্রিল মাসে এক জেলা আদালত অ্যাপলকে নির্দেশ দেয়, তারা যেন ডেভেলপারদের বাইরের ওয়েবসাইটে লিংক যুক্ত করার সুযোগ দেয় এবং বিকল্প পেমেন্ট ব্যবস্থা চালু করতে বাধা না দেয়।
অ্যাপল এই আদেশের বিরুদ্ধে আপিল করে এবং রায়ের কার্যকারিতা স্থগিত রাখার আবেদন জানায়, কিন্তু আপিল আদালত তা প্রত্যাখ্যান করে।
এর ফলে স্পটিফাই, কিন্ডল ও ফোর্টনাইটের মতো জনপ্রিয় অ্যাপগুলো ইতিমধ্যে বাইরের লিংকের মাধ্যমে ওয়েবে পণ্য কেনার সুবিধা চালু করেছে।
অ্যাপলের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা এই আদেশে হতাশ এবং আপিল প্রক্রিয়ায় নিজেদের অবস্থান তুলে ধরবে। তবে আদালতের এই সিদ্ধান্ত অ্যাপলের পক্ষে রায়ের সম্ভাবনা আরও দুর্বল করে তুলেছে।
ডিবিটেক/বিএমটি