ভিসা ও মাস্টারকার্ডে ছুটির মৌসুমে ব্যয় বেড়েছে ৪ শতাংশ

ভিসা ও মাস্টারকার্ডে ছুটির মৌসুমে ব্যয় বেড়েছে ৪ শতাংশ
২৪ ডিসেম্বর, ২০২৫ ১০:৩৩  

যুক্তরাষ্ট্রে চলতি ছুটির মৌসুমে খুচরা বিক্রি প্রায় ৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে ভিসা ও মাস্টারকার্ড। প্রাথমিক তথ্যে দেখা যায়, কড়া বাজেটের মধ্যেও ভোক্তারা প্রযুক্তি পণ্য কেনা ও পোশাক হালনাগাদে আগ্রহ দেখিয়েছেন। খবর রয়টার্স।

ভিসার প্রধান অর্থনীতিবিদ ওয়েইন বেস্ট জানান, ক্রেতারা কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক টুলস ব্যবহার করে দামের তুলনা করছেন, যাতে সীমিত খরচের মধ্যেও বেশি সুবিধা পাওয়া যায়। 

মাস্টারকার্ড ইকোনমিক্স ইনস্টিটিউটের প্রধান অর্থনীতিবিদ মিশেল মেয়ার বলেন, আগাম কেনাকাটা ও প্রচারণামূলক ছাড় বিক্রি বাড়াতে ভূমিকা রেখেছে।

ভিসার তথ্য অনুযায়ী, ১ নভেম্বর থেকে ২১ ডিসেম্বর সময়ে যানবাহন, জ্বালানি ও রেস্তোরাঁ বাদে খুচরা বিক্রি ৪.২ শতাংশ বেড়েছে। 

মাস্টারকার্ড জানায়, একই সময়ে খুচরা ও খাদ্যসেবা খাতে বিক্রি ৩.৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। অনলাইন বিক্রি দ্রুত বাড়লেও মোট লেনদেনের ৭৩ শতাংশ এখনো সরাসরি দোকানেই হয়েছে। ইলেকট্রনিকস ও পোশাক ছিল শীর্ষ ব্যয় খাত।

ডিবিটেক/বিএমটি