কম্পিউটার মুদ্রাক্ষরিকের মৃত্যুতে ফয়েজ আহমদ তৈয়্যবে শোক প্রকাশ

কম্পিউটার মুদ্রাক্ষরিকের মৃত্যুতে ফয়েজ আহমদ তৈয়্যবে শোক প্রকাশ
২২ ডিসেম্বর, ২০২৫ ১৮:৫১  

না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক মমতা জামান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তার মৃত্যুতে প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব এবং ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আব্দুল নাসের খান গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন।

এক শোকবার্তায় ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, মমতা জামান অন্তরা ডাক ও টেলিযোগাযোগ বিভাগে যোগদানের পর থেকে নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করে এসেছেন। তার মৃত্যুতে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ একজন একনিষ্ঠ কর্মীকে হারালো।

অন্য এক শোক বার্তায় ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আব্দুন নাসের খান বলেন, মমতা জামান অন্তরা ছিলেন কর্তব্যনিষ্ঠ, বিনয়ী ও দায়িত্বশীল একজন সহকর্মী। তার মৃত্যুতে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ একজন নিষ্ঠাবান সহকর্মীকে হারাল, যা অপূরণীয় ক্ষতি।

প্রসঙ্গত, মমতা জামান অন্তরা ২২ ডিসেম্বর, সোমবার বেলা ৩:৫০ মিনিটে বাংলাদেশ সরকারি কর্মচারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

ডিবিটেক/বিজ্ঞপ্তি/ইক