ওয়েব ডিজাইন মামলায় গোড্যাডিকে ১৭০ মিলিয়ন ডলার জরিমানা

ওয়েব ডিজাইন মামলায় গোড্যাডিকে ১৭০ মিলিয়ন ডলার জরিমানা
৮ নভেম্বর, ২০২৫ ১০:৫৮  

যুক্তরাষ্ট্রের ইন্টারনেট ডোমেইন রেজিস্ট্রার প্রতিষ্ঠান গোড্যাডিকে ওয়েবসাইট নির্মাণ প্রযুক্তি সংক্রান্ত পেটেন্ট লঙ্ঘনের দায়ে ১৭০ মিলিয়ন মার্কিন ডলার জরিমানা গুনতে হচ্ছে। ডেলাওয়ারের একটি ফেডারেল জুরি শুক্রবার এই রায় ঘোষণা করে। খবর রয়টার্স।

রায়ে বলা হয়, ক্যালিফোর্নিয়ার এক্সপ্রেস মোবাইল নামের একটি প্রতিষ্ঠানের ওয়েব ডিজাইন টুলস দুটি পেটেন্ট লঙ্ঘন করেছে গোড্যাডি। ইন্টারনেট ও মোবাইল প্রযুক্তির ওপর ভিত্তি করে তৈরি একাধিক পেটেন্টের মালিকানা রয়েছে প্রতিষ্ঠানটির, যা উন্নয়ন করেছিলেন আইবিএমের সাবেক প্রকৌশলী স্টিভেন রেমপেল।

গোড্যাডি এক বিবৃতিতে জানিয়েছে, তারা এই রায়ের সঙ্গে একমত নয় এবং প্রয়োজনে আদালতে আপিল করবে। অন্যদিকে, এক্সপ্রেস মোবাইলের আইনজীবী জে নাটল রায়কে “আমাদের ক্লায়েন্টের পেটেন্টের মূল্যের স্বীকৃতি” হিসেবে বর্ণনা করেছেন।

এর আগে, ২০২২ সালে এক্সপ্রেস মোবাইল একই ধরনের মামলায় শপিফাইয়ের বিরুদ্ধে ৪০ মিলিয়ন ডলার রায় জেতে, যদিও পরে আদালত সেই রায় বাতিল করে।

ডিবিটেক/বিএমটি