বুয়েটে স্নাতক শ্রেণির বিভিন্ন লেভেল বা টার্মের সংশোধিত একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ

২ অক্টোবর, ২০২৫ ১১:২৬  
বুয়েটে স্নাতক শ্রেণির বিভিন্ন লেভেল বা টার্মের সংশোধিত একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২৩-২৪ এবং ২০২৪-২৫ সেশনের স্নাতক শ্রেণির বিভিন্ন সংশোধিত একাডেমিক ক্যালেন্ডার ঘোষণা করা হয়েছে। উপাচার্যের নির্দেশে রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক এন এম গোলাম জাকারিয়া এ প্রজ্ঞাপন জারি করেছেন।

নিচের সময় অনুসারে প্রকৌশল অনুষদগুলোর সব বিভাগের শিক্ষার্থীরা ২০২৪-২৫ সেশনের লেভেল-১/টার্ম-২ ও লেভেল-২/টার্ম-১ এবং ২০২৩-২৪ সেশনের লেভেল-২/টার্ম-২, লেভেল-৩/টার্ম-২ ও লেভেল-৪/টার্ম-২ এর জন্য ২৯ নভেম্বর থেকে কোর্স রেজিস্ট্রেশন করতে পারবেন। একইভাবে স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ২০২৪-২৫ সেশনের লেভেল-১/টার্ম-২ ও লেভেল-২/টার্ম-১; ২০২৩-২৪ সেশনের লেভেল-২/টার্ম-২, লেভেল-৩/টার্ম-২, লেভেল-৪/টার্ম-২ এবং লেভেল-৫/টার্ম-২  এর কোর্স রেজিস্ট্রেশন একই তারিখে শুরু হবে। রেজিস্ট্রেশন করা যাবে ১২ ডিসেম্বর পর্যন্ত। বিলম্ব ফিসহ কোর্স রেজিস্ট্রেশনকরা যাবে  ১৩ থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত। 
কোর্স অ্যাডজাস্টমেন্ট (Add or Drop): ১৯ ডিসেম্বর ২০২৫ থেকে ৪ জানুয়ারি ২০২৬।

ভর্তির পর ক্লাস চলবে ২৯ নভেম্বর  থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত ৩ সপ্তাহ; শীতকালীন অবকাশ থাকবে ২০ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত ২ সপ্তাহ। এরপর ফের ৩ জানুয়ারি থেকে ১৩ মার্চ- ১০ সপ্তাহ পর্যন্ত ক্লাস চলবে। ঈদুল ফিতর ও পরীক্ষা প্রস্তুতির ছুটি থাকবে ১৪ মার্চ থেকে ১০ এপ্রিল- ৪ সপ্তাহ। ছুটির পর ১১ এপ্রিল থেকে ৭ মে পর্যন্ত ৩ সপ্তাহ ৬ দিন ধরে চলবে পরীক্ষা। পরবর্তী টার্মের ক্লাস শুরুর সম্ভাব্য তারিখ ধরা হয়েছে ৬ জুন ২০২৬।