এআই স্টার্টআপে বিনিয়োগে ‘বাবল’ আশঙ্কা

৩ অক্টোবর, ২০২৫ ২০:৫০  
এআই স্টার্টআপে বিনিয়োগে ‘বাবল’ আশঙ্কা

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) স্টার্টআপগুলো বিপুল ভেঞ্চার ক্যাপিটাল আকর্ষণ করছে, তবে শীর্ষ বিনিয়োগকারীরা সতর্ক করেছেন যে প্রাথমিক পর্যায়ের কোম্পানিগুলোর মূল্যায়ন অস্বাভাবিকভাবে বেড়ে যাচ্ছে। শুক্রবার সিঙ্গাপুরে মিলকেন ইনস্টিটিউট এশিয়া সামিট ২০২৫–এ বিনিয়োগ কর্মকর্তারা এ কথা জানান। খবর রয়টার্স।

সিঙ্গাপুরের সার্বভৌম তহবিল জিআইসি–এর প্রধান বিনিয়োগ কর্মকর্তা ব্রায়ান ইয়েও বলেন, “শুরুর দিকের ভেঞ্চার ক্ষেত্রে কিছুটা বুদ্বুদের মতো পরিস্থিতি তৈরি হয়েছে। এখন যে কোনো স্টার্টআপ যদি ‘এআই’ ট্যাগ যুক্ত করে, তবে তাদের মূল্যায়ন আকাশচুম্বী হয়ে যাচ্ছে, যদিও প্রকৃত আয়ের অঙ্ক খুবই সামান্য।”

পিচবুকের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের প্রথম প্রান্তিকে বৈশ্বিকভাবে এআই স্টার্টআপগুলো ৭৩.১ বিলিয়ন ডলার ভেঞ্চার ক্যাপিটাল সংগ্রহ করেছে, যা মোট বিনিয়োগের প্রায় ৫৮ শতাংশ। ওপেনএআই–এর ৪০ বিলিয়ন ডলারের অর্থ সংগ্রহসহ একাধিক বড় তহবিল রাউন্ড এই প্রবৃদ্ধিতে সহায়ক হয়েছে।

ইয়েও সতর্ক করে বলেন, “বাজারের প্রত্যাশা হয়তো প্রযুক্তির বাস্তব সক্ষমতার চেয়ে অনেক বেশি। আজ আমরা এক বড় এআই মূলধনী বিনিয়োগ বুম দেখছি, যা অর্থনীতির ভেতরের কিছু দুর্বলতাকে আড়াল করছে।”

ডিবিটেক/বিএমটি