ইন্দোনেশিয়ায় টিকটকের নিবন্ধন স্থগিত

৩ অক্টোবর, ২০২৫ ১৮:৩৯  
ইন্দোনেশিয়ায় টিকটকের নিবন্ধন স্থগিত

লাইভস্ট্রিম ফিচার ব্যবহারের সঙ্গে সম্পর্কিত সম্পূর্ণ তথ্য সরবরাহে ব্যর্থ হওয়ায় টিকটকের ইলেকট্রনিক সিস্টেম প্রোভাইডার হিসেবে নিবন্ধন স্থগিত করেছে ইন্দোনেশিয়া। যদিও শুক্রবার পর্যন্ত দেশটির ব্যবহারকারীরা এখনও অ্যাপটি ব্যবহার করতে পারছিলেন। খবর রয়টার্স।

ইন্দোনেশিয়ার যোগাযোগ ও ডিজিটাল মন্ত্রণালয়ের কর্মকর্তা আলেকজান্ডার সাবার এক বিবৃতিতে জানান, সম্প্রতি অনুষ্ঠিত জাতীয় বিক্ষোভের সময় কিছু অ্যাকাউন্ট অনলাইন জুয়া কার্যক্রমের সঙ্গে যুক্ত ছিল এবং তারা টিকটকের লাইভ ফিচার ব্যবহার করে অর্থ আয় করেছিল।

গত আগস্টের শেষ থেকে সেপ্টেম্বর পর্যন্ত সংসদ সদস্যদের অতিরিক্ত ভাতা ও পুলিশের সহিংসতার বিরুদ্ধে ইন্দোনেশিয়া জুড়ে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এ সময় টিকটক সাময়িকভাবে তার লাইভ ফিচার বন্ধ রাখে, এটা জানিয়ে যে এটি “টিকটককে নিরাপদ ও শালীন রাখার উদ্দেশ্যে” করা হয়েছে।

পরে সরকার কোম্পানিটির কাছে ট্রাফিক, স্ট্রিমিং ও অর্থায়ন সংক্রান্ত তথ্য চায়। কিন্তু চীনা প্রতিষ্ঠান বাইটড্যান্স–এর মালিকানাধীন টিকটক অভ্যন্তরীণ নীতির কথা বলে আংশিক তথ্য দেয় বলে সাবার জানান।

তিনি বলেন, “যোগাযোগ ও ডিজিটাল মন্ত্রণালয় টিকটককে একটি বেসরকারি ইলেকট্রনিক পরিষেবা প্রদানকারী হিসেবে তার দায়িত্ব লঙ্ঘনের দায়ে বিবেচনা করে নিবন্ধন স্থগিত করেছে।”

উল্লেখ্য, নিয়ম অনুযায়ী ইন্দোনেশিয়ায় কার্যরত সব কোম্পানিকে সরকারের তত্ত্বাবধানের জন্য প্রাসঙ্গিক তথ্য সরবরাহ করতে হয়, নতুবা তাদের সেবা বন্ধ করে দেওয়া হতে পারে। দেশটিতে টিকটকের সক্রিয় অ্যাকাউন্ট সংখ্যা ১০ কোটিরও বেশি।

ডিবিটেক/বিএমটি