ইসলামী ব্যাংকের ওয়েবসাইটে হামলার হুমকি, ফেসবুক পেজ হ্যাকড

অফিসিয়াল ফেসবুক পেজ হ্যাক করে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটও দখলে নেয়ার হুমকি দিয়েছে ‘Team MS 47OX’ নামের একটি হ্যাকার গ্রুপ।
৩ অক্টোবর, শুক্রবার ভোরে ব্যাংকটির যাচাইকৃত (ভেরিফায়েড) পেজে একটি বার্তায় এই হুমকি দিয়েছে হ্যাকার দলটি। ফেসবুক পেজের প্রোফাইল ও কভার ছবি পরিবর্তন করে একটি হুমকিমূলক বার্তা দেখানো হচ্ছে।
হুমকি দেওয়া হয়েছে, ব্যাংকের ডিজিটাল অবকাঠামোতে আরও বড় ধরনের সাইবার আক্রমণ চালানো হবে।
ভোর ৫টা ৪২ মিনিটে হ্যাকাররা ফেসবুক পেজে একটি পোস্ট করে তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার বিষয়টি প্রকাশ্যে আনে। পেজের নাম পরিবর্তন না করলেও হ্যাকাররা পেজের প্রোফাইল এবং কভার ছবি পরিবর্তন করে নিজেদের পরিচয় তুলে ধরে।
ছবিতে দেখা যায়, এই সাইবার আক্রমণের দায়িত্ব নিয়েছে। হ্যাকার গ্রুপ দাবি করেছে, ব্যাংকের কার্যক্রম পর্যবেক্ষণ করা হচ্ছে এবং খুব শিগগিরই তাদের ফেসবুক পেজ ও ওয়েবসাইটে সাইবার আক্রমণ চালানো হবে। বার্তায় ‘Team MS 47 OX’-এর নাম উল্লেখ করা হয়েছে।
ঘটনার পর থেকে ব্যাংকের গ্রাহক ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উদ্বেগ তৈরি হয়েছে। অনেকেই জানিয়েছেন, তারা পেজে অস্বাভাবিক কিছু পোস্ট ও ছবি দেখতে পেয়েছেন। কেউ কেউ এমনকি ফেসবুক কমেন্টে নিজেদের অ্যাকাউন্ট ও লেনদেন নিয়ে আশঙ্কাও প্রকাশ করেছেন।
তবে, ব্যাংকের অনলাইন ব্যাংকিং ও মোবাইল ব্যাংকিং সেবা হ্যাকিংয়ের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে কি না, তা এখনও আনুষ্ঠানিকভাবে জানায়নি কর্তৃপক্ষ।
সর্বশেষ সকাল ১১টার দিকে ইসলামী ব্যাংকের ওয়েবসাইটে দেওয়া ফেসবুক পেজের লিংকটি সচল পাওয়া যায়নি। ফেসবুকে সার্চ করেই ইসলামী ব্যাংকের অফিশিয়াল পেজটি পাওয়া যাচ্ছে না।
হ্যাক হওয়ার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ইসলামী ব্যাংকের জনসংযোগ বিভাগের প্রধান নজরুল ইসলাম। তিনি জানান, আজকে ভোরে ফেসবুক পেজ হ্যাকড হয়েছে। বিষয়টি সমাধানে ব্যাংকের আইটি বিভাগ কাজ করছে।
সূত্রমতে, ছুটির দিন হলেও ব্যাংকের আইটি বিভাগের সাইবার এক্সপার্ট কর্মকর্তাদের নিয়ে একটি টিম এ বিষয়ে কাজ করছেন। শিগগির পেজটি স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে বলে জানিয়েছেন তারা। নাম ও পরিচয় প্রকাশ না করে একজন কর্মকর্তা জানিয়েছেন, ওয়েবসাইটের সুরক্ষা ব্যবস্থা ভাঙ্গা হ্যাকারদের পক্ষে সহজ নয়। প্রতিদিনই তারা ১০-১২ হাজার আক্রমণ প্রতিহত করে অভ্যস্ত। দেশের ও দেশের বাইরে থেকে এসব ডিডস আক্রমণ পরিচালনা করা হচ্ছে। প্রতিষ্ঠানের আইছক টিম এসব বিষয় মোকাবেলা করছে। আর যে হ্যাক হয়েছে তাতে ব্যাংকের অভ্যন্তরীণ কোনো তথ্যের বা গ্রাহকের কোনো ক্ষতি হয়নি। সব কিছুই সুরক্ষিত আছে।
প্রসঙ্গত, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময় ‘অবৈধ প্রক্রিয়া’য় নিয়োগ পাওয়া কর্মকর্তাদের ছাঁটাই করা শুরু করেছে বেসরকারি খাতের ইসলামী ব্যাংক। ব্যাংক কর্তৃপক্ষ ইতিমধ্যে দুই শতাধিক কর্মকর্তাকে সরাসরি বরখাস্ত করেছে, এর মধ্যে ব্যাংকের আয়োজনে পরীক্ষার মাধ্যমে নিয়োগ পাওয়া কর্মকর্তারাও রয়েছেন। আবার অনেকে চাকরি ছেড়ে পালিয়েছেন। মূল্যায়ন পরীক্ষায় অংশ না নেওয়ায় ৪ হাজার ৯৫৩ জনকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। ছাঁটাইয়ের পাশাপাশি ব্যাংকটি নতুন করে জনবল নিয়োগের বিজ্ঞপ্তিও প্রকাশ করেছে।