'পাবজি মোবাইল’এর সঙ্গে রবি’র চুক্তি

নিজেদের অধিগ্রহণকৃত ব্র্যান্ড এয়ারটেল এর নামে ‘এয়ারটেল গেমিং এরেনা’ নামে একটি জাতীয় ইস্পোর্টস টুর্নামেন্ট চালুর ঘোষণা দিয়েছে পুঁজিবাজারে তালিকাভূক্ত মোবাইল অপারটর রবি আজিয়াটা । পাশাপাশি দেশের সবচেয়ে জনপ্রিয় মোবাইল গেম ’পাবজি মোবাইল’ -এর সাথে কৌশলগত অংশীদারত্বের ঘোষণা করেছে ব্র্যান্ডটি।
রাজধানীর তেজগাঁওয়ে রবি করপোরেট অফিসে ২২ সেপ্টেম্বর, সোমবার অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে পাবজি মোবাইল -এর সঙ্গে এয়ারটেলের একটি কৌশলগত সমঝোতা স্মারক ঘোষণার মাধ্যমে এয়ারটেল ব্যবহারকারীরা উপভোগ করতে পারবেন বিশেষ ই-স্পোর্টস ইভেন্ট এবং অনন্য অভিজ্ঞতা। তরুণ প্রতিভাদের জন্য গড়ে তোালা হবে ‘এয়ারটেল গেমিং এরেনা নামে’একটি আনুষ্ঠানিক প্রতিযোগিতামূলক প্ল্যাটফর্ম যেখানে নিজেদের দক্ষতা প্রদর্শন এবং জাতীয় পর্যায়ে প্রতিযোগিতা করতে পারবেন তরুণরা।
সংবাদ সম্মেলনে এয়ারটেলের পূর্ববর্তী গেমিং উদ্যোগগুলোর সফলতার গল্প তুলে ধরা হয় যা গেমার এবং ডিজিটাল লাইফস্টাইলের প্রতি ব্র্যান্ডটির ধারাবাহিক সমর্থনের প্রতিফলন। এই ঘোষণার মাধ্যমে তরুণ প্রজন্মের সাথে তাদের সম্পর্ক আরও গভীর করতে এবং দেশের গেমারদের জন্য একটি শীর্ষস্থানীয় নেটওয়ার্ক হিসেবে নিজেদের অবস্থান আরও দৃঢ় করতে চায় অপারেটরটি।
অনুষ্ঠানে হেড অব এয়ারটেল মার্কেটিং সৌরভ প্রকাশ খারে,এয়ারটেল'র ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশনের অ্যাসোসিয়েট ডিরেক্টর তাহাসিনা রাফা, ব্র্যান্ড স্ট্র্যাটেজি ও এটিএল বিভাগের জেনারেল ম্যানেজার, জাইমা তাহসীন এবং ই-স্পোর্টস ও গেমিং বিভাগের জেনারেল ম্যানেজার, শেখ ফাত্তাহ আহমেদ উপস্থিত ছিলেন।