৫০০ বিলিয়ন ডলার মূল্যায়নে পৌঁছেছে ওপেনএআই

চ্যাটজিপিটি নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই শেয়ার বিক্রির মাধ্যমে ৫০০ বিলিয়ন ডলারের মূল্যায়নে পৌঁছেছে। খবর রয়টার্স।
সূত্র জানিয়েছে, বর্তমান ও সাবেক কর্মীরা প্রায় ৬.৬ বিলিয়ন ডলারের শেয়ার বিক্রি করেছেন। এর মাধ্যমে কোম্পানির আগের ৩০০ বিলিয়ন ডলারের মূল্যায়ন উল্লেখযোগ্যভাবে বেড়েছে, যা ব্যবহারকারী ও রাজস্ব বৃদ্ধিতে ওপেনএআইয়ের দ্রুত অগ্রগতির মাধ্যমেই এই সাফল্য এসেছে বলে প্রতীয়মান হয়েছে।
চুক্তির অংশ হিসেবে ওপেনএআইয়ের কর্মীরা থ্রাইভ ক্যাপিটাল, সফটব্যাংক, ড্রাগোনিয়ার ইনভেস্টমেন্ট গ্রুপ, আবুধাবির এমজিএক্স এবং টি. রো প্রাইসসহ একটি বিনিয়োগকারী গোষ্ঠীর কাছে শেয়ার বিক্রি করেছেন।
সূত্র জানায়, কোম্পানি সেকেন্ডারি মার্কেটে ১০ বিলিয়ন ডলারেরও বেশি মূল্যের শেয়ার বিক্রির অনুমোদন দিয়েছে।
উল্লেখ্য, ২০২৫ সালের প্রথমার্ধে ওপেনএআই প্রায় ৪.৩ বিলিয়ন ডলার রাজস্ব অর্জন করেছে, যা গত বছরের পুরো রাজস্বের তুলনায় ১৬ শতাংশ বেশি। এর আগে সফটব্যাংক কোম্পানিটির ৪০ বিলিয়ন ডলারের প্রাথমিক অর্থায়নেও বিনিয়োগ করেছিল।
ডিবিটেক/বিএমটি