ডিএমএফ অ্যাওয়ার্ডের দ্বিতীয় আসরে সম্মাননা বাড়ছে চার গুণ

২ অক্টোবর, ২০২৫ ২১:০৪  
২ অক্টোবর, ২০২৫ ২৩:৫০  
ডিএমএফ অ্যাওয়ার্ডের দ্বিতীয় আসরে সম্মাননা বাড়ছে চার গুণ

ডিজিটাল মিডিয়া ফোরামের আয়োজনে দ্বিতীয় বারের মতো শুরু হতে যাচ্ছে ডিজিটাল মিডিয়া এক্সিলেন্স অ্যাওয়ার্ড। এবারে আগের ৫টি ক্যাটাগরির সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে জ্যুরি, প্রবাসী ও মফস্বল মিলিয়ে ১৯টি ক্যাটাগরিতে সম্মাননা দেয়া হবে। এই সম্মাননা দিতে গঠন করা হয়েছে ১৬ জনের বিচারিক প্যানেল। 

সম্মাননা পেতে আগামী ১৫ অক্টোবর পর্যন্ত সংগঠনটির ওয়েবসাইটে গিয়ে প্রতিযোগিতায় নিজের কন্টেন্ট প্রকাশ করা যাবে। 

২ অক্টোবর, বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকার একটি রেস্টুরেন্টে  বিচারকদের সঙ্গে পরিচয় করিয়ে দেন ডিএমএফ প্রেসিডেন্ট দেলোয়ার হোসেন।

অনুষ্ঠানে বিচারকদের  মধ্যে দৈনিক প্রথম আলোর ডিজিটাল বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের সহকারি ব্যবস্থাপনা পরিচালক রুহুল আমিন রনি, দৈনিক ভোরেরর কগজের অনলাইন ইন চার্জ মিজানুর রহমান, মাই টিভির অনলাইন ও প্রোগ্রাম হেড বদরুল আলম নাবিল ও মিডিয়া এজেন্সি কো ফাউন্ডার লুৎফে চৌধুরী বক্তব্য রাখেন। প্রত্যেকেরর বক্তব্যেই একটি বিষয় প্রতিফলিত হয়- ডিজিটাল মিডিয়া এখন মূলধারার গণমাধ্যম হয়ে উঠেছে। অনেক ক্ষেত্রে ছাপা পত্রিকা কিংবা পুরাতন মিডিয়াকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে।   

সংবাদ সম্মেলনে ব্যস্ততা ও দেশের বাইরে থাকার কারণে যোগ দিতে না পারা বিচারকরা হলেন- ঢাকা পোস্ট ভারপ্রাপ্ত সম্পাদক কামরুল ইসলাম, ঢাকা বিজনেস সম্পাদক উদয় হাকিম, কালবেলা অণলাইন এডিটর পলাশ মাহমুদ, বাংলা ৫২ নিউজডটকম সম্পাদক ও প্রকাশক কাজী আওলাদ হোসেন, আমাদের সময় অনলাইন হেড মইন বকুল, ইত্তেফাকের হেড অব ডিজিটাল সরাফাত হোসেন, চ্যানেল ২৪ হেড অব ডিজিটাল মিডিয়া রাজীব খান ডেইলি স্টারের ডিজিটাল গ্রোথ এডিটর আজাদ বেগ, আরটিভি’র হেড অব ডিজিটাল অ্যান্ড সোশ্যাল মিডিয়া কবির আহম্মেদ ও সমকাল অনলাইন ইনচার্জ গৌতম মণ্ডল।   

বিচরক প্যানেল সদস্য ও বিজনেস ডেইলির হেড অব অপারেশন ডাঃ তৃণা ইসলামের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন বিজনেস স্ট্যান্ডার্ড এর ডিজিটাল বিভিাগের প্রধান রায়হান রাফি।