এমপিও আবেদন করতে ‘সার্ভার ডাউন’ বিড়ম্বনায় মাদরাসা শিক্ষকরা!

‘আজকে কি মাদ্রাসার এমপিও আবেদন করা যাচ্ছে? সার্ভার ডাউন আছে মাদ্রাসার কম্পিউটার অপারেটর বলল । আসলে কি সার্ভার ডাউন আছে , একটু দয়া করে জানাবেন প্লিজ’।
মাদরাসা শিক্ষা অধিদফতরের সার্ভার ডাউন থাকার বিষয়ে পরিচয় গোপন করে সোশ্যাল মিডিয়ার বিশেষ গ্রুপে এমন আর্জি বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশপ্রাপ্তদের। জানাগেলো, কেউ কেউ শুরুতে আবেদন করতে পারলেও ১ অক্টোবর, বুধবার বিকেল থেকে অনেকে চেষ্টা করেও এমপিওভুক্তির আবেদন করতে পারেননি বলে অভিযোগ রয়েছে।
শিক্ষকদের অভিযোগ, বুধবার দুপুর থেকে অনেক চেষ্টা করেও ওয়েবসাইটে প্রবেশ করা সম্ভব হচ্ছে না। আরও দুদিন ছুটি রয়েছে। এই সময়ও সার্ভার সচল না হলে অনেকেই আবেদন করতে পারবে না বলে জানান তারা। ফলে সার্ভার ডাউন থাকায় বেশির ভাগ প্রার্থী এমপিওভুক্তির আবেদন করতে পারবেন না বলে আশঙ্কা করা হচ্ছে।
বরিশাল বিভাগের একজন সুপারিশপ্রাপ্ত শিক্ষক বলেন, আবেদনের শুরুর দিন থেকে চেষ্টা করছি৷ কিন্তু সার্ভারে প্রবেশই করতে পারছি না। এমনকি ওয়েবসাইটেও প্রবেশ করা যাচ্ছে৷ একাধিক ভুক্তভোগী একই ধরনের অভিযোগ করেছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক মাদরাসা শিক্ষা অধিদফতরের এক উচ্চ কর্মকর্তা বলেন, পূজার ছুটি থাকায় এমন সমস্যা হয়েছে। ছুটি শেষ হলে আশা করি সব ঠিক হবে। আরও সময় বাড়িয়ে দেওয়া হবে যাতে সবাই আবেদন করতে পারেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশপ্রাপ্ত হওয়ার পর প্রতি মাসের নির্দিষ্ট একটা সময় বেঁধে দেওয়া হয় এমপিওভুক্তির আবেদনের জন্য। এই মাসের সময় ছিল ১ অক্টোবর থেকে ৪ অক্টোবর পর্যন্ত। এদিকে শুরুর দিন থেকে এখন পর্যন্ত সার্ভার অকার্যকর রয়েছে।