সমর্থকরা ব্যস্ত ফ্লাইট ট্র্যাক আর সোশ্যাল পোস্টে
তারেক লিখলেন ফেরা; ভার্চুয়াল আকাশেও উৎসুকদের ভীড়
নির্বাসিত জীবনে ভার্চুয়ালি যুক্ত হয়ে পরিচালনা করছিলেন দল। নেট দুনিয়ায়া বিভিন্ন পোস্ট করে যুক্ত ছিলেন দলীয় নেতা-কর্মীদের সঙ্গে। সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার করেছেন নানা কথামালা। সেই পরাবাস্তব থেকে প্রায় ১৮ বছর পর প্রত্যাবর্তন করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মূলতঃ হাসপাতালে মৃত্যুর সন্ধিক্ষণে থাকা মমতাময়ী মা ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখতে ত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে রেখে ২৫ ডিসেম্বর, বৃহস্পতিবার দেশের মাটিতে পা রাখতে যাচ্ছেন তিনি।
তাকে বরণ করতে রাজধানীর রাজধানীর কুড়িল মোড় থেকে বেশ খানিকটা দূরের ৩০০ ফুট রোড সংলগ্ন জুলাই-৩৬ সড়কের উত্তর অংশে দক্ষিণমুখী করে বাঁশ ও কাঠ দিয়ে তৈরি করা হয়েছে ৪৮ ফুট বাই ৩৬ ফুটের বিশাল মঞ্চ। ৪৮ বাই ৩৬ ফিট আকারের এই বিশাল মঞ্চে বসানো হয়েছে এলইডি পর্দা। সেখানে বাংলাদেশে জাতীয় পতাকার প্রতিচ্ছবির ওপর শোভা পাচ্ছে ‘তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন’।
তাকে বরণ করে নিতে ২৪ ডিসেম্বর রাত থেকেই সংবর্ধনা স্থানে ধানের শীষ হতে এরইমধ্যে জড় হয়েছেন বিপুল সমর্থক। সেখানে সেলিফি তুলে পোস্ট করছেন সোশ্যাল হ্যান্ডেলে। কেউ কেউ লাইভ ভিডিও শেয়ার করছেন নিজেদের ওয়ালে। পাশাপাশি অনেকেই Flightradar24.com, FlightStats.com এবং FlightAware.com এর মতো ফ্লাইটের রিয়েল-টাইমে ট্র্যাক পোর্টালে বাংলাদেশ বিমানের ‘BG202’ ফ্লাইটের গতির দিকে নজর রাখছেন।
২৪ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত সোয়া ১০টায় লন্ডনের বাসা থেকে হিথ্রো বিমানবন্দরে চেক ইন করে এই ফ্লাইটেই সাওয়ার হয়েছেন তারেক জিয়া। সফরসঙ্গী হিসেবে তার সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, মেয়ে জাইমা রহমান। আরও থাকছে তাদের আদরের পোষা বিড়াল ‘জেবু’।
যাত্রা পথেই নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বৃহস্পতিবার সকালে বিমানের আসনে বসা একটি ছবি পোস্ট করেছেন তারেক রহমান। লিখেছেন, ‘ফেরা’। পোস্টের নিচে তাকে স্বাগত জানিয়ে পড়ছে কমেন্ট ও রিয়্যাকশন।
জানা গেছে, বাংলাদেশ সময় বৃহস্পতিবার ১২টা ১৭ মিনিটে (প্রথম প্রহরে) লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে বাংলাদেশের উদ্দেশে যাত্রা করে তারেক রহমানকে বহনকারী বিমানটি। বিমানটি ১০টা ৫৫ মিনিটে সিলেট ওসমানি আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে ১১টা ৪৫ মিনিটে অবতরণ করবে ৮ নম্বর টার্মিনালে।
ডিবিটেক/আইএইচ/এমই







