ইস্টার্ন ব্যাংকের ডিজিটাল এক্সিলিন্স পদক  জিতল নগদ

ইস্টার্ন ব্যাংকের ডিজিটাল এক্সিলিন্স পদক  জিতল নগদ
২২ ডিসেম্বর, ২০২৫ ১১:৫০  

দেশের অন্যতম বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ইস্টার্ন ব্যাংক লিমিটেড-এর (ইবিএল) কাছ থেকে এক্সিলেন্স ইন বিজনেস পে-আউট পুরস্কার পেয়েছে নগদ। দ্বিতীয়বারের মতো প্রতিষ্ঠানটি তাদের ব্যাংকের প্রবৃদ্ধি ও ডিজিটাল রূপান্তরে উল্লেখযোগ্য ভূমিকা রাখা ৪০টি সহযোগী মার্চেন্ট প্রতিষ্ঠানকে সম্মাননা জানিয়েছে। 

ঢাকার একটি কনভেনশন হলে ২১ ডিসেম্বর রবিবার অনুষ্ঠিত  ‘স্কাইস্ফ্রি: ইবিএল ডিজিটাল এক্সিলেন্স অ্যাওয়ার্ডস ২০২৫’  অনুষ্ঠানে   ইবিএল তার ব্যবসায়ীক সহযোগীদের এই সম্মাননা জানায় ইবিএল।
 
অনুষ্ঠানে ইবিএল ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আলী রেজা ইফতেখারের কাছ থেকে সম্মাননা গ্রহণ করেন নগদে বাংলাদেশ ব্যাংকনিযুক্ত জ্যেষ্ঠ সহযোগী প্রশাসক মো. হাবিবুর রহমান। এসময় সহযোগী প্রশাসক আনোয়ার উল্লাহ ও নগদের চিফ কমার্শিয়াল অফিসার মোহাম্মদ শাহীন সারওয়ার ভূইয়া।

২২ ডিসেম্বর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ডিবিটেক/ বিজ্ঞপ্তি/ইক