বিশ্বে প্রথম ৭০০ বিলিয়ন ডলার সম্পদের মালিক হলেন ইলন মাস্ক
বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে ৭০০ বিলিয়ন ডলারের বেশি সম্পত্তির মালিক হয়েছেন টেসলা প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক। ফোর্বসের হিসাব অনুযায়ী, ২০ ডিসেম্বর, শুক্রবার রাতে মাস্কের মোট সম্পত্তির মূল্য দাঁড়ায় প্রায় ৭৪৯ বিলিয়ন ডলার।
ফোর্বস ম্যাগাজিনের রিয়েল টাইম বিলিয়নিয়ারের তালিকা অনুযায়ী, ইলন মাস্কের বর্তমান সম্পদমূল্য ৭৪৮ দশমিক ৯ বিলিয়ন বা ৭৪ হাজার ৮৯০ কোটি ডলার। এই বাস্তবতায় ধারণা করা হচ্ছে, ইতিহাসের প্রথম ব্যক্তি হিসেবে মাস্কের সম্পদমূল্য এক ট্রিলিয়ন বা এক লাখ কোটি ডলার স্পর্শ করবে।
ডেলাওয়্যার সুপ্রিম কোর্ট টেসলার শেয়ারভিত্তিক প্যাকেজ পুনর্বহাল করার পর তার সম্পত্তির পরিমাণ দ্রুত বেড়ে যায়। আদালতের রায়ে টেসলার শেয়ার অপশন বাবদ প্রায় ১৩৯ বিলিয়ন ডলারের প্যাকেজ ফেরত পান তিনি, যা গত বছর বাতিল করা হয়েছিল। ২০১৮ সালে দেওয়া এই প্যাকেজটির মূল্য তখন ছিল প্রায় ৫৬ বিলিয়ন ডলার।
তবে একটি নিম্ন আদালত ২০২৪ সালে সেটিকে অযৌক্তিক বলে বাতিল করে। সুপ্রিম কোর্ট শুক্রবার জানায়, সেই রায় সঠিক ছিল না এবং এতে মাস্কের প্রতি অবিচার করা হয়েছে।
এর আগে চলতি সপ্তাহেই ইলন মাস্ক প্রথম ব্যক্তি হিসেবে ৬০০ বিলিয়ন ডলারের সম্পত্তির মালিক হন। তখন খবর আসে, তার মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্স শিগগিরই শেয়ারবাজারে আসতে পারে।
ফোর্বসের বিলিয়নিয়ার তালিকা অনুযায়ী, মাস্কের সম্পদ এখন বিশ্বের দ্বিতীয় ধনী ব্যক্তি এবং গুগলের সহ-প্রতিষ্ঠাতা ল্যারি পেজের চেয়ে প্রায় ৫০০ বিলিয়ন ডলার বেশি।
ডিবিটেক/বিএস/ইক







