অ্যাপ থেকে চ্যাটজিপিটির আয় ২ বিলিয়ন ডলার ছাড়াল

১৬ আগষ্ট, ২০২৫ ১০:২৫  
১৬ আগষ্ট, ২০২৫ ১০:২৫  
অ্যাপ থেকে চ্যাটজিপিটির আয় ২ বিলিয়ন ডলার ছাড়াল

চ্যাটজিপিটির মোবাইল অ্যাপ প্রকাশের পর থেকেই আয়ের দিক থেকে রেকর্ড গড়ছে। অ্যাপ ইন্টেলিজেন্স প্রতিষ্ঠান অ্যাপফিগারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৩ সালের মে মাসে চালুর পর থেকে অ্যাপটির বৈশ্বিক ভোক্তা ব্যয় দাঁড়িয়েছে ২ বিলিয়ন ডলারে। কেবল ২০২৫ সালের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত আয় হয়েছে প্রায় ১.৩৫ বিলিয়ন ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় ৬৭৩ শতাংশ বেশি। খবর টেকক্রাঞ্চ।

বর্তমানে প্রতি মাসে গড়ে প্রায় ১৯৩ মিলিয়ন ডলার আয় করছে চ্যাটজিপিটির মোবাইল সংস্করণ।

প্রতিদ্বন্দ্বীদের তুলনায় এই আয় অনেক বেশি। এ বছর এক্সএআই-এর গ্রোক আয় করেছে মাত্র ২৫.৬ মিলিয়ন ডলার, যা চ্যাটজিপিটির মাসিক আয়ের ১.৯ শতাংশ। গড় হিসাবে চ্যাটজিপিটির প্রতি ডাউনলোডে আয় ২.৯১ ডলার, যেখানে ক্লডের ২.৫৫ ডলার, গ্রোকের ০.৭৫ ডলার এবং কোপাইলটের মাত্র ০.২৮ ডলার।

এ পর্যন্ত অ্যাপটি বিশ্বব্যাপী ৬৯০ মিলিয়নবার ডাউনলোড হয়েছে। এর মধ্যে যুক্তরাষ্ট্রে প্রতি ডাউনলোডে ব্যয় ১০ ডলার, যা মোট আয়ের ৩৮ শতাংশ। ডাউনলোড সংখ্যায় শীর্ষে রয়েছে ভারত, এরপরেই যুক্তরাষ্ট্র।

ডিবিটেক/বিএমটি