ভারতের জন্য চ্যাটজিপিটির সাশ্রয়ী প্ল্যান চালু

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটজিপিটির নির্মাতা ওপেনএআই ভারতে নতুন সাশ্রয়ী সাবস্ক্রিপশন প্ল্যান চালু করেছে। মঙ্গলবার ঘোষিত এই প্ল্যানের নাম চ্যাটজিপিটি গো, যার মাসিক মূল্য মাত্র ৩৯৯ রুপি (প্রায় ৪.৬ ডলার)। এটি প্রতিষ্ঠানটির এখন পর্যন্ত সবচেয়ে কম দামের সাবস্ক্রিপশন। খবর রয়টার্স।
ভারতের মূল্যসংবেদনশীল বাজারকে লক্ষ্য করেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ওপেনএআই জানিয়েছে, চ্যাটজিপিটি গো ব্যবহারকারীরা বিনামূল্যের তুলনায় ১০ গুণ বেশি বার্তা পাঠাতে ও ছবি তৈরি করতে পারবেন। এছাড়া পাওয়া যাবে দ্রুততর সাড়া দেওয়ার সুবিধা।
বর্তমানে ভারতে ওপেনএআইয়ের শীর্ষ প্ল্যান চ্যাটজিপিটি প্রো-এর মাসিক মূল্য ১৯,৯০০ রুপি এবং মধ্যম স্তরের চ্যাটজিপিটি প্লাস-এর মূল্য ১,৯৯৯ রুপি। নতুন প্ল্যানের মাধ্যমে সাধারণ ব্যবহারকারীরা আরও কম খরচে উন্নত এআই সেবা নেওয়ার সুযোগ পাবেন।
ওপেনএআইয়ের প্রধান নির্বাহী স্যাম অল্টম্যানের মতে, ব্যবহারকারীর সংখ্যা অনুযায়ী ভারত এখন কোম্পানির দ্বিতীয় বৃহত্তম বাজার, যা শিগগিরই যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যেতে পারে।
ডিবিটেক/বিএমটি