দেশের প্রথম এমওএস স্পেশালিস্ট চ্যাম্পিয়নশিপ শুরু

১০ মে, ২০২৫  
১০ মে, ২০২৫  
দেশের প্রথম এমওএস স্পেশালিস্ট চ্যাম্পিয়নশিপ শুরু

রাজধানী ঢাকার ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ক্যাম্পাস থেকে শুরু হলো দেশের প্রথম আন্তর্জাতিক মানের ডিজিটাল দক্ষতা প্রতিযোগিতা ভি টিউটর মাইক্রোসফট অফিস স্পেশালিস্ট (এমওএস) বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ ২০২৫। শনিবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ৪টি কম্পিউটার ল্যাবে বেলা ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত চলে অলিম্পিয়াডটির বাছাই পর্ব। পরীক্ষায় মাইক্রোসফট ওয়ার্ড বিভাগে ১ম ইশরাক উদ্দিন, ২য় এমডি আশরাফুল ইসলাম ও ৩য় হয়েছে মোহাম্মদ সাইফ।

অপরদিকে পাওয়ারপয়েন্ট বিভাগে ১ম মুবারত আহমদ সামিন, ২য় নওরীন ইসলাম এবং ৩য় হয়েছেন তাসনিম ইব্রাহিম। আর  এক্সেল বিভাগের বিজয়ীরা হলেন- ১ম মোহাম্মদ মোস্তফা, ২য় ফারদিন ইদলাম আলিফ এবং ৩য় মোশফেক।

বিশ্ববিদ্যালয় প্রোভিসি ড. মোহাম্মাদ আশিক মোসাদ্দেকের উপস্থিতিতে প্রতিযোগিতার উদ্বোধনীতে ভি টিউটর বাংলাদেশ–এর কো-ফাউন্ডার ও চিফ ট্রেনিং অফিসার কাজী শামীমসহ ১৫ জন স্বেচ্ছাসেবক এবং ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির কম্পিউটার ল্যাবের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। এছাড়াও প্রতিযোগিতা পরিচালনা করেন  আয়োজক প্রতিষ্ঠান ভি টিউটর কো-ফাউন্ডার ও চিফ একাডেমিক অফিসার মুত্তাকি ফারুক। তিনি জানান, জিম্যাট্রিক্স সফটওয়্যারে প্রতিযোগিতায় মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল ও পাওয়ারপয়েন্ট- এই ৩টি গ্রুপের প্রতিযোগীদের  প্রাক্টিক্যাল প্রজেক্ট বেজড  ৫x৭ মোট ৩৫টি টাস্ক সম্পন্ন করতে ৫০ মিনিট বেধে দেয়া হয়। আজ এই বিশ্ববিদ্যালয় থেকে ৬০ জন প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। 

‘এদের মধ্যে সবচেয়ে কম সময়ে সর্বাধিক উত্তর দিতে পেরেছেন প্রতি বিভাগে শীর্ষ ৩ জন করে এমন ৯জনকে আজ এই বিশ্ববিদ্যালয় থেকে নির্বাচন করা হয়েছে। তারা আগামী ২৩ মে অনুষ্ঠেয় ন্যাশনাল রাউন্ড এবং বিনা পরীক্ষা ফিতে গ্র্যান্ডফিনালে অংশ নেয়ার টিকিট পেলেন। এই পরীক্ষা দিতে মাইক্রসফট সাড়ে ১২ হাজার টাকা নিবন্ধন ফি নেয়। তবে বিজয়ীদের কোনো টাকা লাগবে না। ন্যাশনাল রাউন্ডে দেশের ৬টি বিশ্ববিদ্যালয় থেকে মোট ৩০০ জন পরীক্ষা দেয়োর সুযোগ পাবেন। এ কারণেই এই ৯ জনের বাইরেও অল্পের জন্য যারা শীর্ষে আসতে পারেননি তাদেরকে সুযোগ দেয়া হবে। ৩০০ জনের মধ্যে ৯ জন যাবেন গালা রাউন্ডে’- যোগ করেন তিনি।  

সূত্রমতে, প্রতিযোগিতায় অংশ নিতে আগামী ২০ মে পর্যন্ত নিবন্ধন চলবে। এরই মধ্যে প্রতিযোগিতায় অংশ নিতে মোট ৬ শতাধিক শিক্ষার্থী নিবন্ধন করেছেন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহযোগিতায় চলমান এই প্রতিযোগিতাটি আগামী ১৬ মে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (এআইইউবি} এবং  ২১ মে ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড প্রফেশনালসে (বিইউপি)-তে অনুষ্ঠিত হবে। একইসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়,  ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (আইইউবি) এবং ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতেও (ইউআইইউ) বসবে এই অলিম্পয়াড। 

প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতার ভিত্তিতে সর্বোচ্চ তিনজনকে “চ্যাম্পিয়ন” হিসেবে ঘোষণা করা হবে। সেখান থেকে জাতীয় পর্যায়ের জন্য বাছাই করা হবে সেরা ১০ জনকে। জাতীয় পর্যায়ের বিজয়ীরা পাবেন মাইক্রোসফট সার্টিফিকেশন অর্জনের সুযোগ।

এছাড়া নির্বাচিত এলএস (লংলিস্টেড) প্রতিযোগীদের মধ্য থেকে সেরা ৩ জনকে নিয়ে আয়োজিত হবে ‘গালা রাউন্ড’, যার আগে থাকবে একটি বিশেষ গ্রুমিং সেশন। গালা রাউন্ডের বিজয়ীরা অংশ নেবেন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অনুষ্ঠেয় আন্তর্জাতিক মাইক্রোসফট অফিস স্পেশালিস্ট প্রতিযোগিতায়।