অনলাইনে ভূমিকম্পের ভুয়া ছবি-ভিডিও

অনলাইনে ভূমিকম্পের ভুয়া ছবি-ভিডিও
২১ নভেম্বর, ২০২৫ ১৬:২৮  

২১ নভেম্বর, শুক্রবার সকালের ভূমিকম্পের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন গুজব ছড়িয়ে পড়ছে। ফেসবুকসহ অন্যান্য প্ল্যাটফর্মে ভুয়া ছবি ও ভিডিও শেয়ার করা হচ্ছে, যার অনেকটাই এআই-নির্মিত বা অন্য দেশের ।

কোথাও বলা হচ্ছে মেট্রোরেলের ভায়াডাক্ট ভেঙে গেছে, আবার কোথাও গাজীপুরে ভবন ধসের খবর ছড়ানো হচ্ছে। এমনকি নীলক্ষেত ও নিউমার্কেট এলাকার একটি ভবন হেলে পড়েছে-—এমন গুজবও ছড়িয়ে পড়েছে, যদিও বাস্তবে কোনো ক্ষতি ঘটেনি। 

দেশের ভূমিকম্প-পরবর্তী সময়ের বিভিন্ন ছবি ও ভিডিওও বাংলাদেশের বলে প্রচার করা হচ্ছে। একই সঙ্গে নিউমার্কেট–নীলক্ষেত এলাকার একটি ভবন হেলে পড়েছে- এমন গুজবও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। অথচ স্থানীয়ভাবে খোঁজ নিয়ে জানা গেছে, ভবনটির ডিজাইনই এমন। সেখানে কোনো ধস বা কাঠামোগত ক্ষতি হয়নি।

সামাজিক মাধ্যমে বিভিন্ন গ্রুপ, পেজ ও ব্যক্তিরা গুজব ছড়াচ্ছেন। বিশেষ করে এআই-নির্মিত ভিডিও এবং মনগড়া তথ্য দ্রুত ছড়িয়ে পড়ছে।

অনলাইনে ছড়ানো ভিডিওতে দেখা যাচ্ছে ঢাকার মেট্রোরেলের ভায়াডাক্ট ভেঙে যাচ্ছে বা গাজীপুরের একটি কারখানায় ধস নেমেছে। তবে সংশ্লিষ্ট কোনো সংস্থা এই তথ্যের সত্যতা নিশ্চিত করেনি।

এ ছাড়া অন্যান্য দেশের ভূমিকম্প-পরবর্তী ছবি ও ভিডিও বাংলাদেশের বলে প্রচার করা হচ্ছে। একই সঙ্গে নিউমার্কেট-নীলক্ষেত এলাকার একটি ভবন হেলে পড়েছে- এমন গুজবও ছড়িয়ে পড়েছে। স্থানীয়ভাবে খোঁজ নিয়ে জানা গেছে, ভবনটির ডিজাইনই এমন, সেখানে কোনো ধস বা কাঠামোগত ক্ষতি হয়নি।

এদিকে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বার্তায় জনমনে সৃষ্ট আতঙ্ক ও গুজব সম্পর্কে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে। বার্তায় বলা হয়েছে, দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হওয়ার বিষয়টি সরকার নজরে রাখছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। সংশ্লিষ্ট দপ্তরগুলোকে অবিলম্বে মাঠে গিয়ে সম্ভাব্য ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশ দেওয়া হয়েছে।
ডিবিটেক/আরবি/ওআর