চুয়েটে ইটিই বিভাগের টেলিভার্স ১.০ সম্পন্ন

চুয়েটে ইটিই বিভাগের টেলিভার্স ১.০ সম্পন্ন
২৩ নভেম্বর, ২০২৫ ১৩:৫২  

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) কেন্দ্রীয় অডিটোরিয়ামে শেষ হলো তিন দিনব্যাপী "টেলিভার্স ১.০"। ইলেকট্রনিক্স এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইটিই) বিভাগের উদ্যোগে এই আয়োজনে  ৪টি জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।   এতে দেশের মোট ৩৪ টি বিশ্ববিদ্যালয় থেকে ৩০০ এর অধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। ২৩ নভেম্বর, রবিবার সমাপনীতে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিরতণের পর "টেলিটেলস" ম্যাগাজিন এর মোড়ক উন্মোচন করা হয়। 

মোড়াক উন্মোচনের আগে বক্তব্য রাখেন  চুয়েট ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া। প্রধান অতথিরবক্তব্যে তিনি বলেছেন, বিশ্বব্যাপী দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তির বাজারে পৃথিবী আজ অনেক চাহিদাসম্পন্ন। নেটওয়ার্কিং, মেশিন লার্নিং, আর্টিফিশিয়াল ইন্টালিজেন্সসহ প্রযুক্তিভিত্তিক সবকিছুর বিশাল সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ এই অগ্রযাত্রায় অংশগ্রহন করে এগিয়ে যাচ্ছে। তথ্য ও প্রযুক্তির এই যুগে ইলেক্ট্রনিক্স এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইটিই) বিভাগ হল আধুনিক জীবনের রপ্তধারা। দ্রুত পরিবর্তনশীল এই খাতে যারা যুক্ত হচ্ছে তারা প্রযুক্তি নির্ভর বিশ্ব গড়ে তুলতে নেতৃত্ব দিবে। তিনি আরও বলেন, চুয়েটের ইটিই বিভাগের এই ধরণের কার্যক্রম শিক্ষার্থীদের শিক্ষা, অভিজ্ঞতা, গবেষণা এবং উদ্ভাবনী দক্ষতাকে সমৃদ্ধ করে ভবিষ্যতে টেকনোলজি লিডার হিসেবে তৈরী করতে সহায়ক হবে বলে আমি বিশ্বাস করি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট)-এর সাবেক প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. শেখ শরিফুল আলম, চুয়েটে কেন্দ্রীয় গবেষণা পরীক্ষাগার (ইউসিআরএল) এর পরিচালক ও ইইই বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আহসান উল্লাহ এবং বাংলাদেশ পাওয়ার  বিভাগের  বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোঃ জাহেদুল ইসলাম। 

এসময় আরও বক্তব্য রাখেন ইটিই বিভাগের অধ্যাপক ড. মোঃ আজাদ হোসেন এবং অনুষ্ঠানের কনভেনার ও ইটিই বিভাগের সহকারী অধ্যাপক জনাব মোঃ ফরহাদ হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইটিই ২০ ব্যাচের শিক্ষার্থী মিশু মিত্র জেকি, ২১ ব্যাচের শিক্ষার্থী নাবিলা সুলতানা, নিশাত সায়েরা, মো: হাসিবুল ইসলাম জিহাদ ও ২৩ ব্যাচের শিক্ষার্থী মিনহাজুর রহমান হাসিব। 
ডিবিটেক/এইএম/ইক