বিশ্বজুড়ে চ্যাটজিপিটির গ্রুপ চ্যাট চালু

বিশ্বজুড়ে চ্যাটজিপিটির গ্রুপ চ্যাট চালু
২২ নভেম্বর, ২০২৫ ২৩:৫৪  

ওপেনএআইয়ের চ্যাটজিপিটির গ্রুপ চ্যাট ফিচার এখন বিশ্বব্যাপী সকল ব্যবহারকারীর জন্য উন্মুক্ত করা হয়েছে। ফ্রি, গো, প্লাস ও প্রো—সব প্ল্যানেই এই ফিচারটি পাওয়া যাচ্ছে। খবর টেকক্রাঞ্চ।

এর আগে, গত সপ্তাহে জাপান ও নিউজিল্যান্ডে পরীক্ষামূলকভাবে চালুর পর এবার এটি সবার জন্য চালু হলো। নতুন এ ফিচার চ্যাটজিপিটিকে ওয়ান-টু-ওয়ান সহকারীর বদলে একটি যৌথ কাজের প্ল্যাটফর্মে পরিণত করছে, যেখানে বন্ধু, পরিবার বা সহকর্মীরা একসঙ্গে পরিকল্পনা, লেখা বা সিদ্ধান্ত নিতে পারবেন।

গ্রুপ চ্যাটে সর্বোচ্চ ২০ জন যোগ দিতে পারবেন এবং প্রত্যেকের ব্যক্তিগত সেটিংস ও মেমোরি গোপন থাকবে। ব্যবহারকারীরা মানুষের আইকনে ট্যাপ করে সদস্য যোগ করতে পারবেন বা একটি লিংক শেয়ার করে আমন্ত্রণ জানাতে পারবেন। গ্রুপে যোগ দেওয়ার আগে প্রত্যেককে নাম, ইউজারনেম ও ছবি দিয়ে ছোট একটি প্রোফাইল সেট করতে হবে। উল্লেখযোগ্যভাবে, একটি চ্যাটে নতুন কাউকে যোগ করলে পুরোনো চ্যাট অপরিবর্তিত থাকে এবং নতুন আলাপ শুরু হয়।

চ্যাটজিপিটি প্রয়োজন অনুযায়ী কথা বলবে বা নীরব থাকবে, আর ব্যবহারকারীরা “চ্যাটজিপিটি” ট্যাগ করে তাকে প্রতিক্রিয়া জানাতে বলতে পারবেন। এটি মেসেজে ইমোজি রিয়্যাক্টও করতে পারে এবং প্রোফাইল ছবিও রেফার করতে পারে।

ওপেনএআই বলছে, এটি তাদের সামাজিক ফিচার সম্প্রসারণের শুরু মাত্র। কোম্পানি আশা করছে ভবিষ্যতে চ্যাটজিপিটি বাস্তব গ্রুপ আলোচনায় আরও সক্রিয় ভূমিকা নেবে। ঘোষণা আসে জিপিটি-৫.১ চালুর অল্প সময় পর এবং সেপ্টেম্বরে প্রকাশিত সোরার পরবর্তী ধাপ হিসেবে।

ডিবিটেক/বিএমটি