২১ নভেম্বর রাশিয়ায় যাচ্ছে আইজেএসও ২০২৫ এর বাংলাদেশ দল
আগামী ২৩ নভেম্বর থেকে ২ ডিসেম্বর রাশিয়ার সোচিতে অনুষ্ঠিত হবে ২২তম আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড (আইজেএসও ২০২৫)। অনূর্ধ্ব–১৬ বছর বয়সীদের মেধার এ লড়াইয়ে বিশ্বের ৩০টি দেশের শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে। বিজ্ঞান-মেধার এ বিশ্বমঞ্চে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে আগামী ২১ নভেম্বর রাশিয়ার উদ্দেশ্যে রওনা দেবে বাংলাদেশ দল।
একাদশ বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের মাধ্যমে সারাদেশ থেকে বাছাইকৃত সেরা ছয়জন শিক্ষার্থী নিয়ে গঠিত বাংলাদেশ দলের সদস্যরা হলেন- সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী আবরার জাহিন পাঠান, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী বিহান পাল, চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের আহনাফ আহমেদ সিনান, গলগথা ইংলিশ মিডিয়াম স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী এইচ এম আজিজুর রহমান আলিফ, ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী নাশওয়ান হক মাহির এবং যশোর পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী রুফ্ফা নূর জারিয়াহ।
এই বাংলাদেশ দলের প্রধান দলপতি হিসেবে আছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ফারসীম মান্নান মোহাম্মদী। সহকারী দলনেতা হিসেবে আছেন বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের কো-অর্ডিনেটর মো. রেজাউল ইসলাম ও একাডেমিক কো-অর্ডিনেটর মোর্শেদা আক্তার মীম। পর্যবেক্ষক হিসেবে যাচ্ছেন মুহাম্মাদ জাকারিয়া পাঠান।
প্রসঙ্গত, ২৩ নভেম্বর উদ্বোধনী পর্বের মাধ্যমে শুরু হবে ২২তম আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড ২০২৫।
বাংলাদেশ দলের সদস্যদের সবার সঙ্গে পরিচয় করিয়ে দিতে রাজধানীর সোনারগাঁও প্যান প্যাসিফিক হোটেলে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় ২০ নভেম্বর বৃহস্পতিবার। এতে উপস্থিত ছিলেন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জালাল আহমেদ, বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাজ্জাদুর রহমান চৌধুরী ও বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতির সভাপতি মুনির হাসান ও সাধারন সম্পাদক অধ্যাপক ড. ফারসীম মান্নান মোহাম্মদী। সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের সদস্যদেরকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেন বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতির সভাপতি মুনির হাসান। তিনি বলেন, বাংলাদেশের শিক্ষার্থীরা এবার বেশ ভালো প্রস্তুতি নিয়েছে। নিজেদের উদ্ভাবনী ভাবনা ও সমস্যা সমাধানের দক্ষতাকে তারা আরও শক্তিশালী করবে এমন আন্তর্জাতিক আয়োজনে অংশ নিয়ে। বিডিজেএসও এর আরেক আয়োজক বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাজ্জাদুর রহমান চৌধুরী বাংলাদেশ দলের জন্য শুভ কামনা জানিয়ে বলেন, বাংলাদেশ দল বিশ্বের অন্য সব দেশের শিক্ষার্থীদের সঙ্গে লড়বে। বাংলাদেশ দল বুদ্ধির লড়াইতে অবতীর্ণ হতে যাচ্ছে। আমাদের আশা তারা এবারও ভাল ফলাফল নিয়ে আসবে।
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জালাল আহমেদ বলেন, বাংলাদেশ এই পর্যন্ত আইজেএসও তে অনেকগুলো পদক অর্জন করেছে। এই পদকগুলোর সাথে পৃষ্ঠপোষক হিসেবে আমরা থাকতে পেরে আমরা গর্বিত। এবছরও শিক্ষার্থীরা কয়েকমাস ধরে পরিশ্রম করছে। এরা আমাদের ১৮ কোটি মানুষের প্রতিনিধি। আশা করি, এবারও আমরা গর্বিত হবার সুযোগ পাবো। বাংলাদেশ আইজেএসও দলের দলপতি অধ্যাপক ড. ফারসীম মান্নান মোহাম্মদী অভিভাবকদের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান। আইজেএসও বাংলাদেশ দলের সদস্য রুফ্ফা নূর জারিয়াহ বলে, “প্রতিটি চেষ্টা সুন্দর ফল আনে এবং নতুন কিছু শেখায়—এই বিশ্বাস থেকে আমরা মন দিয়ে ক্যাম্পের এক্সপেরিমেন্ট ও থিওরি ক্লাস করেছি এবং শেখার চেষ্টা করেছি। এখন সেই শেখা বিশ্বমঞ্চে কাজে লাগানোর চেষ্টা করবো।”
প্রসঙ্গত, প্রতি বছরের মত এবারও আল আরাফাহ্ ইসলামী ব্যাংকের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ দল নির্বাচন করে যৌথভাবে বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি এবং বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন। প্লাটিনাম স্পন্সর হিসেবে ছিল আইইউবিএটি। সহযোগী হিসেবে রয়েছে ম্যাসল্যাব ও রকমারি।
ডিবিটেক/মিম/ইক







