অনলাইন জুয়ায় সর্বস্বান্ত যুবকের ট্রেনের নিচে আত্মহত্যা

অনলাইন জুয়ায় সর্বস্বান্ত যুবকের ট্রেনের নিচে আত্মহত্যা
২২ নভেম্বর, ২০২৫ ২৩:২০  

অনলাইন জুয়ায় সর্বস্বান্ত এক যুবক ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন। তার নাম জাহিদ আব্দুল্লাহ সিফাত (২১)। তিনি যশোর সদর উপজেলার বড়হৈবতপুর গ্রামের মৃত জাকির হোসেনের ছেলে। 

২২ নভেম্বর, শনিবার, ভোররাতে যশোর চুড়ামনকাটি ইউনিয়নের উত্তরপাড়া এলাকায় রেললাইনে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ভোরে রেললাইনের পাশে সিফাতের দেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। জিআরপি ও পিবিআই ঘটনাস্থলে তার পরিচয় শণাক্ত করে।

যশোর রেলওয়ে পুলিশ ফাঁড়ির (খুলনা রেলওয়ে থানা) ইনচার্জ এসআই মিজানুর রহমান জানান, জাহিদ আব্দুল্লাহ সিফাত অনলাইন জুয়ায় আসক্ত হয়ে সর্বস্ব হারিয়েছেন। ঋণগ্রস্ত হওয়ার কারণে হতাশাগ্রস্ত হয়ে পড়েন তিনি। 

২১ নভেম্ব, শুক্রবার  সন্ধ্যা ৭টার দিকে বাড়ি থেকে বের হয়ে যান সিফাত। এরপর রাতে ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী নকশিকাঁথা মেইল ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছেন বলে উল্লেখ করেন এসআই মিজানুর রহমান।

তিনি জানান, ঘটনাস্থলে গিয়ে যশোর পিবিআই তার আঙুলের ছাপ নিয়ে পরিচয় শণাক্ত করে। এরপর নিহতের বড়ভাই শাকিব হোসেন লাশ চিহ্নিত করেন। তবে পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ তার মা ও বড়ভাইয়ের কাছে হস্তান্তর করা হয়েছে।
ডিবিটেক/বিএন/মুইম