বিদ্যুৎ ব্যবসায় নামতে চায় মেটা
কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ডেটা সেন্টারের জন্য দ্রুত নতুন বিদ্যুৎকেন্দ্র নির্মাণ নিশ্চিত করতে মেটা এখন সরাসরি বিদ্যুৎ বাণিজ্যের অনুমতি চাইছে। ব্লুমবার্গের প্রতিবেদনে জানানো হয়েছে, মেটা ও মাইক্রোসফট—দুটি প্রযুক্তি প্রতিষ্ঠানই মার্কিন ফেডারেল কর্তৃপক্ষের কাছে বিদ্যুৎ কেনা–বেচার অনুমোদন চেয়েছে। অ্যাপল ইতোমধ্যেই এই অনুমতি পেয়েছে। খবর টেকক্রাঞ্চ।
মেটা জানায়, অনুমতি পেলে তারা দীর্ঘমেয়াদি চুক্তিতে নতুন বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ কেনার প্রতিশ্রুতি দিতে পারবে। একই সঙ্গে ঝুঁকি কমাতে প্রয়োজন হলে গ্রিডে অতিরিক্ত বিদ্যুৎ পুনর্বিক্রি করতে পারবে।
মেটার গ্লোবাল এনার্জি প্রধান উর্বী পারেখ বলেন, বিদ্যুৎকেন্দ্র নির্মাতারা নিশ্চিত হতে চান যে বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোও “ঝুঁকি ভাগ করে নিতে আগ্রহী।”
তিনি আরও বলেন, মেটা যদি বিদ্যুৎ অবকাঠামো সম্প্রসারণে সক্রিয় ভূমিকা না নেয়, তাহলে প্রয়োজনীয় গতিতে বিদ্যুৎ উৎপাদন বাড়ছে না। প্রতিবেদনে উল্লেখ করা হয়, মেটার লুইজিয়ানা ডেটা সেন্টার কমপ্লেক্স চালাতে অন্তত তিনটি নতুন গ্যাসচালিত বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করতে হবে—যা দেখায় এআই অবকাঠামোর জন্য বিদ্যুতের চাহিদা কতটা বেড়ে গেছে।
ডিবিটেক/বিএমটি







