বিটিআরসি-তে আগুন নয়; ফায়ার ড্রিল
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা- 'বিটিআরসি তে আগুন' বলে সোশ্যাল হ্যান্ডেলে যে ফটোকার্ড ছড়িয়েছে সেটি আসলে ফায়ার ড্রিলের চিত্র। মোহাম্মদপুর দমকল বাহিনীর একটি ইউনিট বিটিআরসি'র কর্মকর্তা কর্মচারীদের এই প্রশিক্ষণটি দিয়েছে।
দুই দিনব্যাপী কর্মশালা শেষ দিন ২০ নভেম্বর দুপুরে হাতেকলমে আগুন লাগলে করণীয় বিষয়ে প্রশিক্ষণের অংশ হিসেবে কৃত্রিম আগুন ও ধোঁয়া সৃষ্টি করে এই ড্রিল পরিচালনা করা হয়।
ফলে বিষয়টি নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে নিশ্চিত করেছেন বিটিআরসি'র গণমাধ্যম মুখপাত্র মোঃ জাকির হোসাইন। তিনি জানান, প্রাক্টিক্যাল ক্লাসের অংশ হিসেবে ১টার দিকে ২০ মিনিট ধরে এই প্রশিক্ষণ চলে।
ডিবিটেক/ইক







