চীন যাচ্ছে ৪ সদস্যের বাংলাদেশ আইওএআই দল

আন্তর্জাতিক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অলিম্পিয়াডের (আইওএআই)-এর ২য় আসরে অংশগ্রহণ করতে চীনের বেইজিং শহরে যাচ্ছে বাংলাদেশের মোট ৪ জন খুদে প্রযুক্তিবিদ। এরা হলেন- ঢাকার নটরডেম কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী আবরার শহীদ ও মিসবাহ উদ্দিন ইনান, সেন্ট যোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী আরেফিন আনোয়ার এবং রাজউক উত্তরা মডেল কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী মো. রিয়াসাত ইসলাম।
কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক এই প্রতিযোগিতায় অংশ নেয়া বিশ্বের ৫০টিরও বেশি দেশের প্রতিযোগীর সঙ্গে প্রতিযোগিতা করবে দলটি। আগামী ২ আগস্ট চীনের বেইজিং শহরে উদ্বোধনী পর্বের মাধ্যমে শুরু হয়ে ৯আগস্ট সমাপনী পর্বের মাধ্যমে শেষ হবে এই আন্তর্জাতিক আসর।
১ আগষ্ট, শুক্রবার বিকেলে দ্য ডেইলি স্টার ভবনের তৌফিক আজিজ খান সেমিনার হলে বাংলাদেশ এআই অলিম্পিয়াড কমিটি আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের দলনেতা অধ্যাপক ড. বি এম মইনুল হোসেন বাংলাদেশ দলের চার সদস্যকে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে পরিচয় করিয়ে দেন।
এসময় তিনি আগামী ২আগস্ট রাতে চীনের উদ্দেশ্যে বংলাদেশ দলের সদস্যদের নিয়ে রওনা হবেন জানিয়ে প্রতিযোগিতায় বাংলাদেশের সফলতার জন্য সবার কাছে আগাম দোয়া প্রার্থনা করেন।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (BUBT)-এর প্রকৌশল ও ফলিত বিজ্ঞান অনুষদের ডিন মুন্সী মাহবুবুর রহমা্ন, ড্যাফডিল আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ আজম খান, ডাটা সফট সিস্টেমস বাংলাদেশের সভাপতি এম. মঞ্জুর মাহমুদ এবং বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক-এর সভাপতি মুনির হাসান সহ আরও অনেকে।
এদের মধ্যে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক-এর সভাপতি মুনির হাসান বলেন, “এই অভিজ্ঞতা আমাদের ভবিষ্যতের আরও বড় ও গঠনমূলক আয়োজনের জন্য অনুপ্রেরণা দিয়েছে। আমরা আশাবাদী, সামনে আরও বিস্তৃত ও সাফল্যমণ্ডিত আয়োজন করতে পারব।“
বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (BUBT)-এর প্রকৌশল ও ফলিত বিজ্ঞান অনুষদের ডিন মুন্সী মাহবুবুর রহমা্ন, “আমাদের গর্ববোধ হচ্ছে তাদের এই যাত্রার সঙ্গী হতে পেরে। এইরকম আরো ইভেন্ট সামনে হোস্ট করতে পারলে আমরা খুশি হবো।“
সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০২৫ সালের ১৭ মে "বাংলাদেশ কৃত্রিম বুদ্ধিমত্তা অলিম্পিয়াড" এর জাতীয় পর্ব সফলভাবে অনুষ্ঠিত হয় বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজিতে (বিইউবিটি)। অলিম্পিয়াডে শিক্ষার্থীদের অংশগ্রহণকে কেন্দ্র করে আয়োজন করা হয়েছিল দুটি ভিন্নধর্মী ও জ্ঞাননির্ভর প্রতিযোগিতা-একটি ছিল “প্রোগ্রামিং এন্ড মেশিন লার্নিং প্রতিযোগিতা” এবং অন্যটি ছিল "এআই কুইজ প্রতিযোগিতা"। প্রোগ্রামিং ও মেশিন লার্নিং প্রতিযোগিতার আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হয় ২ ও ৩ মে, যেখানে শিক্ষার্থীদের মেশিন লার্নিং সংক্রান্ত প্রকল্প উপস্থাপন, সমস্যা সমাধানে অ্যালগরিদম প্রয়োগ এবং বাস্তব পরিস্থিতিতে প্রযুক্তির ব্যবহার তুলে ধরার সুযোগ দেওয়া হয়। অন্যদিকে, "এআই কুইজ প্রতিযোগিতা” ছিল একটি অনলাইনভিত্তিক প্রিলিমিনারি রাউন্ড, যা অনুষ্ঠিত হয় ১০ মে ২০২৫ তারিখে। এই দুই ধাপে বাছাইয়ের মাধ্যমে জাতীয় পর্যায়ে সর্বমোট ১৭১ জন শিক্ষার্থী প্রোগ্রামিং প্রতিযোগিতায় এবং ২৩৫ জন কুইজ কনটেস্টে প্রতিদ্বন্দ্বিতা করে। অংশগ্রহণকারী শিক্ষার্থীরা এসেছিলেন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে-সরকারি-বেসরকারি স্কুল, কলেজ, কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন প্রতিষ্ঠান এবং ব্রিটিশ কারিকুলামভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠান থেকে।
এছাড়াও ২০২৪ সালে বুলগেরিয়ায় অনুষ্ঠিত হওয়া আন্তর্জাতিক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অলিম্পিয়াড (IOAI)-এর ১ম আসরে অংশগ্রহণ করে সম্মানজনক অবস্থান অর্জন করলেও কোনো পদক লাভ করে নি। পরবর্তীতে সৌদি আরবে অনুষ্ঠিত হওয়া প্রথম আন্তর্জাতিক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অলিম্পিয়াড(IAIO)- তে অংশগ্রহণ করে ২টি রৌপ্যপদক ও ২টি ব্রোঞ্জপদক লাভ করেছে। প্রথম আসরে হাঙ্গেরী ছাড়া শুধু বাংলাদেশ দলের ৪ জন সদস্যই কোনো না কোনো পদক অর্জন করেছিল।
আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য নির্বাচিত হওয়ার আগে শিক্ষার্থীরা দেশে আয়োজিত বিভিন্ন ধাপের প্রতিযোগিতা ও প্রশিক্ষণ কার্যক্রমে অংশ নেন। এ আয়োজনের পেছনে ছিল বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (BdOSN)-এর সার্বিক আয়োজন, বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (BUBT) এবং রিভচ্যাট-এর পৃষ্ঠপোষক হিসেবে সহযোগিতা করছে।