নতুন বছরে ইনফিনিক্স হট ৫০ স্মার্টফোনে ছাড়

Jan 1, 2025 - 14:45
Jan 8, 2025 - 16:44
নতুন বছরে ইনফিনিক্স হট ৫০ স্মার্টফোনে ছাড়

নতুন বছরে মিড রেঞ্জের স্মার্টফোন ইনফিনিক্স হট ৫০ মডেলে ছাড়ের ঘোষণা দিয়েছে গ্লোবাল টেক ব্র্যান্ড ইনফিনিক্স। এক হাজার টাকা ছাড়ে বর্তমানে হট ৫০ স্মার্টফোনটির মূল্য ধরা হয়েছে ১৫ হাজার ৯৯৯ টাকায়। আগে এর দাম ছিল ১৬ হাজার ৯৯৯ টাকা।

নতুন সব উদ্ভাবন এবং স্টাইল যেন সব শ্রেণির গ্রাহকের কাছে সহজলভ্য হয় সেজন্য বিশেষ অফার বলে জানিয়েছে মুঠোফোন নির্মাতা প্রতিষ্ঠানটি।

মিড বাজেটের স্মার্টফোনে প্রিমিয়াম অভিজ্ঞতা দিতে ইনফিনিক্স হট ৫০ নিজেকে অন্যদের চেয়ে আলাদা করে তুলেছে। এতে আছে ৬.৭৮ ইঞ্চির আইপিএস এলসিডি ডিসপ্লে, ১২০ হার্জ রিফ্রেশ রেট এবং এফএইচডি প্লাস রেজ্যুলেশন; যা একইসঙ্গে গেমিং ও স্ট্রিমিং পেশাদার ভিউইং অভিজ্ঞতা দেয় বলে জানিয়েছি ইনফিনিক্স।

বলা হচ্ছে, বছরের শুরুতে যারা সাশ্রয়ী দামে প্রিমিয়াম বিল্ড, শক্তিশালী পারফরম্যান্সযুক্ত একটি নির্ভরযোগ্য এবং ফিচার-সমৃদ্ধ স্মার্টফোন খুঁজছেন, তাদের জন্য হট ৫০ হতে পারে একটি আদর্শ পছন্দ। দেশের সব অনুমোদিত রিটেইলার ও অনলাইন প্ল্যাটফর্মে ইনফিনিক্স হট ৫০ এই বিশেষ মূল্যছাড়ে পাওয়া যাচ্ছে।